‘মা-বোন’ বাগধারাটির বহুল ব্যবহার বাল্যকাল থেকেই দেখছি। ঈভ-টিজারদের অত্যাচার থেকে বাঁচার তাগিদে সর্বপ্রথম যে বুদ্ধিমতি মেয়ে/মহিলা ‘তোমাদের বাসায় কি মা-বোন নাই?’ ডায়লগটি আবিষ্কার করেছিলেন, তার প্রতি অন্তরে বিশেষ শ্রদ্ধাও লালন করি। ডায়লগটি ঈভ-টিজারদের এতটাই বিব্রত করতে সক্ষম হয়েছিল যে, ঈভ-টিজিং এর বিরুদ্ধে এটি ছিল মোক্ষম অস্ত্র বিশেষ। ফলে দেশ থেকে ঈভ-টিজিং প্রায় হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল! তবে সেই বিচক্ষন ঈভ-টিজারকেও কৃতিত্ব না দিয়ে পারছি না যে সর্বপ্রথম বোমার বিপরীতে ক্ষেপনাস্ত্র-সদৃশ একটি মোক্ষম জবাব বের করতে সমর্থ হলোঃ ‘বাসায় মা-বোন আছে, কিন্তু বউ নাই!’ মূলত এই নতুন আবিষ্কৃত অস্ত্রের বদৌলতেই ঈভ-টিজিং সেসময় অবলুপ্তির হাত থেকে রেহাই পায়। মেয়েরাও তাদের ওই মোক্ষম অস্ত্রটি ব্যবহার করতে ক্রমশঃ অনাগ্রহী হয়ে পড়ে; আর যার ফলে ‘মা-বোন’ বাগধারাটির ব্যবহারও ক্রমশ হ্রাস পেতে থাকে!
তবে সাম্প্রতিক সময়ে এই বাগধারাটির ব্যাপক প্রচলন আবারো দেখা গেছে। মূলত যে রমনীসমাজ বর্তমানে ইন্ডিয়ান সিরিয়াল, মুভি ইত্যাদি বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করে থাকেন, তাদেরকেই ‘মা-বোন’ বাগধারাটি দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে। অতি-সাম্প্রতিক ইন্ডিয়ান পন্য বর্জন আন্দোলনের অন্যতম টার্গেট গোষ্ঠী ছিল এই হিন্দি সিরিয়ালে বিমুগ্ধ ‘মা-বোনেরা’। ইন্ডিয়ান ব্যবহারিক পন্য বর্জনে সার্বজনীন সচেতনতা সৃষ্টির পাশাপাশি বিনোদনমূলক পন্য বর্জনেও ‘মা-বোন’দেরকে সচেতন করার একটা উদ্যোগ ছিল আন্দোলনকারীদের মাঝে।
কিন্তু এখন সেই ‘মা-বোনে’রাই আবার ক্ষেপে উঠেছেন। কেননা, যারা সেই আন্দোলনের ডাক দিয়েছিল বা আন্দোলনের সাথে সক্রিয়ভাবে সংশ্লিষ্ট ছিল, তাদের একাংশ (মূলত যারা ভন্ড) এখন প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত টিভির রিমোট দখল করে ‘আইপিএল টি-২০ ক্রিকেট’ দেখছে! ফলে আমাদের ‘মা-বোনদের’ অবস্থা আসলে হয়েছে ওই ‘লক্ষী বাঈ’ এর মতোন! ওই যে অ্যাড দেখায় যে, ক্রিকেটাররা মাঠ ছেড়ে রসুইঘর দখল করে ফেলেছে বিধায় অনন্যোপায় লক্ষী বাঈ স্বয়ং মাঠে উপস্থিত হয়ে ‘হাউজ দ্যাট’ ‘হাউজ দ্যাট’ বলে আপীল করছে! তদ্রুপ আন্দোলনকারীরাও রাস্তা ছেড়ে ড্রইংরুম দখল করে আইপিএল দেখা শুরু করায় আমাদের মা-বোনেরা আর কোন উপায় নাই দেখে ড্রইংরুম ছেড়ে রাস্তায় নেমে পড়ার কথা বিবেচনা করছেন। তাই শোনা যাচ্ছে অচিরেই তারা ইন্ডিয়ান পন্য বর্জন আন্দোলনের ঘোষনা করবেন এবং পূর্বের সকল আন্দোলনকারী যেন বিগত দিনের ন্যায় এই আন্দোলনেও স্বতঃস্ফুর্তভাবে শামিল হোন সেই আহবানও জানাবেন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




