
জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজ ভিজিটরদের সঙ্গে আড্ডায় অংশ নিতে এ সময়ের পপশিল্পী মিলা আজ২৮ জুলাই বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত থাকছেন বাংলানিউজ অনলাইন লাইভ তারকা আড্ডার হটসিটে। এ সময় প্রিয়তারকা মিলাকে বাংলানিউজের ভিজিটররা সরাসরি প্রশ্ন করতে পারবেন। চ্যাটিংয়ের মাধ্যমে তিনি ফ্যানদের প্রশ্নের উত্তর দেবেন। সেরা প্রশ্নের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। মিলার সঙ্গে অনলাইন লাইভ আড্ডায় অংশ নিতে চাইলে লগইন করতে হবে banglanews24.com-এ।
আমার যেসব প্রশ্ন মাথায় এসেছে তার তালিকা দিলাম...আপানাদের গুলোও শেয়ার করতে পারেন-

১। আপনার এসব পোশাক কি বর্তমানে ইভিটিজিং এবং শ্লীলতাহানির জন্য দায়ী নয়?
২। আপনার প্রায় গানই অশ্লীল কথায় ভরপুর। যেমন একটি গানের কিছু অংশ দিলাম-
ইতিমধ্যে নাচে ফ্লোরে
কে যেন আস্তে করে চামে দিয়া বামে ঠেলা দেয়
স্যরি ভাই আমি বুঝি নাই আমি কে আজকে চিনি নাই
ভাই ভাই আমি চিনি নাই..
মারামারির দরকার নাই!
ইতিমধ্যে নাচে ফ্লোরে কে যেন আস্তে করে
চামে দিয়া বামে ঠেলা দেয়
ডিগি ডিগি ডাম ডাম .... ডিগি ডিগি ডাম ডাম...
এমন বিশ্রি কথার গান কি নারীদের বিভিন্ন স্থানে সুযোগ বুঝে ঠেলা দিতে ছেলেদের উৎসাহিত করছেনা?
৩। আপনি কোন দেশের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করেন?
৪। শুনেছি দুবাই প্রবাসী এক ধনাঢ্য তরুণ বাংলাদেশী ব্যবসায়ির ফ্ল্যাটে আপনাকে মাঝেমধ্য দেখা যায়, এ ব্যাপারে কিছু বলবেন?

দুবাই প্রবাসী ব্যবাসায়ী যাকে মিলা বন্ধু বলে পরিচয় দেয় তার মোটর সাইক্লে এবং পাজেরো গাড়িতে মিলার ফটোশেসন
আপনারাও প্রস্তুত করে ফেলুন আপনাদের প্রশ্ন।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১১ রাত ৮:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



