যেকোন জিনিষের একটা পরিসীমা থাকে যার মাধ্যমে সে বিষয়ের কম বা বেশি পরিমাপ করা যায়। আজকে বলবো “হুজুগে বাঙ্গাল” নিয়ে !! যার উপর আমরা সর্বাধিক উচ্চাবস্থানে অবস্থান করছি।
গত ২ দিনে আমাদের বাঙ্গালিদের প্রোফাইল পিকচারে ফ্রান্সের পতাকার জল-ছাপ দেয়া নিয়ে ফেবুতে অনেক পাগলামি ই দৃষ্টান্ত ছাড়িয়ে গেছে। আবার অনেকে যারা এই পতাকা লাগায় নাই তারা যারা লাগিয়েছে তাদের ১৪ গুষ্টি উদ্ধার করে ছাড়ছেন ইসলামীক দেশগুলোতে হামলার সময় এই পতাকা না লাগানোর দোহাই দিয়ে। পাগলামী এমন পর্যায়ে পৌঁছেছে যে দেখলাম একজন জাকারবার্গ-কে পর্যন্ত কমেন্ট করে ধুইতেছে !! বাহ, আমরা আসলেই বাঙ্গাল বটে (রবিদা’র সেই বিক্ষাত লাইনখানা দ্রষ্টব্য) !!
এবার আসি বিস্তারিত কথায়, আসলে কি ছিলো এই পতাকার জল-ছাপের মধ্যে ? কেন ব্যবহার করা হয়েছিলো এই এপ ?? এটা নিয়েও নানান মত ছিলো আমাদের মাঝে যেমনঃ
•কারো মতে পতাকা দিয়ে বুঝানো যে তারা ফ্রান্সের পাশে আছে।
•কারো মতে তারা বুঝাচ্ছে তারা ট্যাররিজমের সাথে নেই।
•কারো মতে মানবতার দৃষ্টান্ত স্থপন করেছে, আরো নানান রকম মত ছিলো।
এতো এতো কারনের মধ্যে ফেসবুক যে উদ্দেশ্যে এই ( Safety Check ) ফিচারটি চালু করেছে তার মূল লক্ষ্য তো নষ্ট হয়েছেই তার সাথে পুরো ফেসবুক জুড়ে এর তুমুল সমালোচনার ঝড় ও তুলেছে, শুধুমাত্র এই ফিচারের লক্ষ্য ও ব্যবহার না জানার কারনে। এই ফিচারটির মূল লক্ষ্য ছিলো দুর্ঘটনা কবলিত এলাকায় অবস্থানরত মানুষদের তাদের পরিবার বা বন্ধুদের নিশ্চিত করা যে তারা সুরক্ষিত আছে, বা তাদের কোন ক্ষতি হয় নাই। আর তা বুঝাতে শুধুমাত্র সে অঞ্চলের মানুষগুলোই এই পতাকার জলছাপ তাদের প্রোফালে দিয়ে বাকিদের তাদের সুরক্ষার কথা সুনিশ্চিত করবে, আবারও বলছি শুধুমাত্র সেই দুর্ঘটনা কবলিত অঞ্চলের মানুষ ই এটা করবে। আপনারা বাঙ্গালি ভাই-বোনরা যে কাজ করছেন তাতে তো এখন ফেসবুক সন্দেহে পড়ে গেছে যে বাংলাদেশের প্রায় সবই কী ফ্রান্সে থাকে !! অনেকে আবার বাংলাদেশের পতাকাই প্রোফাইল পিকচার দিয়ে তারাও কোন অংশে কম খারাপ নেই বিশ্বকে জানান দিছে !! আজকে আবর দেখলাম কারা যেন ইসরাইল, ফিলিস্তিনসহ হামলায় আক্রান্ত মুসলিম দেশগুলোর পতাকা দিয়ে কি যেন এপ তৈরী করছে আর বলছে সেই পতাকা ব্যবহার করতে !! মানে অবাক হওয়ার ও ক্ষমতা হারায় ফেলছি, আমরা কেউ তো ঐসব দেশে নাই তাহলে কেন সেই দেশের পতাকা ব্যবহার করবো ??
এখন বলি যারা বলছেন শুধু মাত্র ফ্রান্স কেন, বাকি ইসলামীক দেশগুলোর হামলার বেলায় কেন এই (Safety Check) পতাকা ব্যবহারের সুবিধা দেয়া হয় নাই। এক্ষেত্রে ফেসবুক জানিয়েছে তারা এই Safety Check ফিচারটি কেবলমাত্র প্রাকৃতিক দুর্যোগের কারনে ঘটা দুর্ঘটনার ক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরী করেছিলো। কিন্তু গত পরশু ফ্রান্সে এমন ভয়াবহ দুর্ঘটনার পর তারা সিদ্ধান্ত নিয়েছে যেকোন প্রকার দুর্ঘটনার ক্ষেত্রেই তারা ভবিষ্যতে এই ফিচার ব্যবহারের সুযোগ করে দিবে।
সুতরাং এখানে কোন দেশকে সমর্থন বা কোন সন্ত্রাসবাদ কে ঘৃণা করার উদ্দেশ্যে এই পতাকা উড়ানোর প্রতিযোগিতার আযোজন করা হয় নাই, দয়া করে দোয়া করেন যেন ভবিষ্যতে আপনার নিজের দেশের তো দূরের কথা অন্যকোন রাষ্ট্রের ও এই ফিচারটি ব্যবহার করতে না হয়। ভাল থাকুক মানুষ সকল চাওয়া-পাওয়ায়।।
আর আমার এই লেখার তথ্যগুলো এই লিঙ্ক এ পাবেন, দয়া করে যাচাই করে নিবেন এখানে ক্লিক করুন
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩১