টিআইবি'র প্রতিবেদন (দেশের ৯৭% সাংসদ কোনও না কোনও ভাবে দুর্নীতির সাথে জড়িত) নিয়ে আমাদের সংসদ সদস্যদের মাঝে তীব্র প্রতিবাদ করতে দেখা যাচ্ছে। মনে হচ্ছে দলমত নির্বিশেষে সবাই এক। নুন্যতম লজ্জা বোধ ও কারো নেই। আবার স্পিকার ও তাতে তাল মিলিয়ে যাচ্ছেন। কিন্তু এর বিরুদ্ধে বলার কেউ নাই। কেননা কেউ কিছু বলতে গেলেই তাঁকে সংবিধান সংশোধন করে দেশ থেকে নিষিদ্ধ করে দেয়া এখন আমাদের মাননীয় সাংসদদের এক সেকেণ্ডের ব্যাপারও না। দোয়া করি তাদের ক্ষমতা আরও বেশি হোক। এবং শুধু দুর্নীতি না দেশ নীতিতেও তারা যেন একই সারিতে বসেন।
তারপরও কাউকে না কাউকে তো বলতেই হবে। সবাই চুপ থাকলে তো হবেনা। আর স্পিকার কে যা একটু ভালো লাগত, উনিও দেখি তাদেরকে সাপোর্ট করে গেলেন। আমরা ভেবেচিলাম উনি সেই ৩% এ আছেন। কিন্তু উনি এই মন্তব্য করে আমদের দৃষ্টি উন্মোচন করে দিলেন।
আবার কেউ কেউ তাদের দুর্নীতিবাজ নেতাকে সৎ ও নিষ্ঠাবান বলে সনদ দিয়ে দিয়েছেন। আমরা আমজনতারাও তাতে হাততালি বাজাই। তিনি নাকি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। দুর্নীতির সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা ছিল না। তাঁর নিজস্ব সম্পদ বলতে কিছু ছিল না। সত্যিই আমরা খুব বিব্রত। আসলে উনারা যে কখন কি বলেন , আমাদের সাধারন পাবলিক এর কাছে এটা বোধগম্য নয়। তবে হ্যাঁ , এটা সত্যি যে শুনতে ভালই লাগে। দেশের মানুষের একটু বিনোদন তো অন্তত হয়। হয়ত আমরা এজন্যেই হাততালি দেই। তবে আপনাদেরকে (মাননীয় সাংসদ মহোদয়গণকে) সাধারন জনগনের ট্যাক্স এর টাকা দিয়ে দামি গাড়ি, দামি ফ্ল্যাট এ চলতে/থাকতে দেয়া হয়েছে দেশের মানুষের ভাগ্যের উন্নতির কথা ভাবার জন্যে, সে অনুযায়ী কাজ করার জন্যে। ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার জন্যে না। বিনোদন দেয়ার জন্যেও না। এটা মনে হয় উনারা ক্ষমতায় গেলে ভুলে জান আর নিজেদেরকে বিনোদনের পাত্রে পরিণত করেন। কোনও কোন মন্ত্রী মহোদয়গণকে দেখা যায় ফায়ার সার্ভিসের অনুষ্ঠানে গিয়ে ঘুমিয়ে পড়ছেন! আরও কত কি !
আপনারা (মাননীয় সাংসদ মহদয়গন) আসলেই ভালো মানুষ। আপনাদের কোনও দোষ নাই। না হয় আমরা কেন বার বার আপনাদেরকে নির্বাচন করি। আর আপনারাও তো কম রাজনীতি জানেন না। "না ভোট" ও উঠিয়ে দিয়েছেন। অনেক মহান আপনারা। আমাদের আর কোনও উপায় থাকলনা । তিনটা কলাগাছ দাঁড়ালে একটাকে বেছে নিতেই হবে। আপনারা আসলেই রাজনীতিবিদ। বারাক ওবামার উচিৎ আপনাদের কাছে এসে কিছু শিখে যাওয়া।
এদেশে এখন বিকল্প খোঁজার সময় এসেছে। আপনাদের দুই দলকেই এদেশের মানুষ দুই বার করে সুযোগ দিয়েছে। মজার ব্যাপার হল, বিকল্প কোনও দল আসলেও এই সুযোগ সন্ধানি কথিত রাজনীতিবিদরা গিয়ে হুমড়ি খাবে। দেশ আবারও রসাতলে যাবে।
সুতরাং এদেশের ভাগ্য পরিবর্তনে মহান সৃষ্টিকর্তার হস্তক্ষেপই একমাত্র সমাধান।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১২ সকাল ৭:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




