জাফর ইকবাল স্যারের একটা লেখা ছাপাল প্রথম আলো । সাধাসিদে কথা। লিখাটি সকালে একবার পড়লাম। এখন আবার লিঙ্কটা খুললাম শুধু দেখার জন্যে সাধারন জনগন কি মন্তব্য করে।
সবগুলো মন্তব্যের অবস্থা দেখে মনে হয়নাই এগুলো সাধারন মানুষের মন্তব্য। সবচেয়ে বড় কারণ, লেখাটা সাধারন মানুষের জন্যেই লেখানা। লেখক বলেই দিয়েছেন, "যারা শিবির করে"। আমি শিবির করিনা, আমিতো পড়েছি। তাহলে যে লেখা কোনও নির্দিষ্ট গুষ্ঠিকে নিয়ে লেখা।
সবচেয়ে বড় কারণ, লেখাটা সাধারন মানুষের জন্যেই লেখানা। লেখক বলেই দিয়েছেন, "যারা শিবির করে"। আমি ছাত্র শিবির / দল / লীগ কোনটাই করিনা, আমিতো পড়েছি। তাহলে যে লেখা কোনও নির্দিষ্ট গুষ্ঠিকে নিয়ে লেখা, তা কেন একটা পাবলিক প্লেস এ রাখা হবে? ধরলাম সবার জন্যেই লিখা। তাহলে সবাই মন্তব্য করবে। সেই মন্তব্য কেন ছাপা হবেনা? আমাদের সবারই দেখার অধিকার আছে, সাধারন আমজনতা কি বলতে চায়? কিন্তু একটা বিশেষ গুষ্ঠিকে খুশি করার জন্যে লিখলেন, আবার সেই বিশেষ গুষ্টি যদি বিশেষ মন্তব্য করেন তাহলে ছাপা হবে। অন্যথায় মুছে দিবে এমন তো হওয়ার কথা নয়। আজকে জামাত কিন্তু একটা রাজনৈতিক দল যারা বিগত সরকারে ক্ষমতায় ও ছিল। আপনাদের এই লিখাগুলো এতদিন কোথায় ছিল? আমরা স্বাধীন দেশ। আমাদের মনে মুক্তিযুদ্ধের চেতনা আছে। থাকা উচিৎ এবং থাকতে হবে। কিন্তু যারা উপরে উপরে সেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবে, আর নিচে দিয়ে দুর্নীতির শীর্ষে পোঁছে যাবেন, তাদেরকে তো আমরা অন্ধের মত বলতে পারিনা কিংবা তাদেরকেও সমর্থন দিয়ে যেতে পারিনা। বিবিকের কাছে দায়বদ্ধ। কারণ দেশের বড় বড় দুর্নীতির সাথে এখন কারা জড়িত? কারা নিজেদের স্বার্থের জন্যে যুদ্ধ অপরাধীদের বিচারে বিলম্ব করছে কিংবা নানা রকম তালা বাহানা করছে? এমনিতেই এই অপরাধের শাস্তি যে কি ভয়ঙ্কর হওয়া উচিৎ যাতে ভবিষ্যতে আর কেউ যুদ্ধ-অপরাধ কেন, কোনও অপরাধই যেন না করতে পারে সে ব্যাবস্থা করতে হবে।
শেষ করব আর একটা মন্তব্য দিয়ে , “ধন্যবাদ স্যার। খুব ভালো লিখেছেন। কিন্তু এবার আওয়ামী ছাত্রলীগের কথা কিছু লিখেন। আগামীকাল আপনার ছাত্রলীগ সম্পর্কে লেখার জন্য অপেক্ষা করব। আশা করি আপনার কলমে কালি থাকবে।”।
স্যার একজন শিক্ষক। দেশ বরেন্য শ্রদ্ধা ভাজন ব্যাক্তিত্ব। তার কাছ থেকে সবাই শিখতে চায়। আমরাও শিখতে চাই। কিন্তু স্যারের লেখাটা একচেটিয়া হয়ে গেছে। স্যারকে অনুরোধ করব, অন্যদল গুলো নিয়েও কিছু লিখেন। কারণ, আমরা সাধারন জনগন আসলে কিছুই বুঝিনা। তাহলে একটু তুলনা করতে আমাদের সুবিধা হত। কেননা, এই রাজনৈতিকরাই আমাদের দেশ চালাবে। কিংবা সাধারণদের মধ্য থেকে কেউ না কেউ এদেশের দায়িত্ব নিবেন। আশা করি স্যার ক্রমান্বয়ে সব দল গুলো নিয়ে তার সুচিন্তিত মতামত দিবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




