somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শরীরের বর্ম খোলার আগে চারপাশে তাকিয়ে দেখে নিতে হয় শত্রুর অবস্থান

১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





‘লালুদের পাছা লাল করে দিয়েছে’ এই বাক্যটি একটি থাপ্পড়। এই থাপ্পড়টি ভব’র মতো অবিবেচক এবং অদূরদর্শী শিল্পীদের প্রাপ্য। কারণ, তাদের ভুলের মাশুল, আমাকে, আপনাকে, এই দেশকে এখন দিতে হচ্ছে। শত শত মানুষ খুন হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, ঘর-বাড়ি হারা হচ্ছে। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ধ্বংস করছে। এই ধ্বংস ও হারানোর শেষ কোথায় আমরা জানি না। আর যাদের জন্য আমরা সব হারাচ্ছি তাদের দোসর ছিলেন এই ভবরা, বিপুল শক্তি যুগিয়েছিল। জুলাই-আগস্টে দীপক সুমন-নিত্রাদের অবদান অনেক জঙ্গির চেয়ে বেশি ছিল। ক্যামেরার সামনে তাদের সেই উন্মাদনা-শরীরি ভাষা আমি এখনও ভুলতে পারি নাই, পারব না কোনোদিন ভুলতে।

জুলাইয়ের আন্দোলনে যতক্ষণ পর্যন্ত শিল্পী-সংস্কৃতিকর্মীরা রাজপথে নামেনি, ততক্ষণ পর্যন্ত একবারের জন্য মনে হয়নি, সরকার পতন সম্ভব। কিন্তু শিল্পী-সংস্কৃতিকর্মীরা মাঠে নামতেই পরিস্থিতি ঘুরে যায়, আন্দোলন একটা সার্বজনীন রূপ পায়। নানা শ্রেণি-পেশার মানুষের সমর্থন পায়। ক্যামেরার সামনে বাঁধনের মতো শিল্পীদের ন্যাকামো-ছলাকলা গণমাধ্যম ফলাও করে প্রচার করে, এসব দেখে মানুষ বিশ্বাস করে রাজপথে নেমে এসে লেখক-শিল্পীদের পাশে দাঁড়ায়। মানুষ বিশ্বাস করে যে আওয়ামী লীগ দেশের শত্রু, আওয়ামী লীগের পতন হলেই দেশে কোনো বৈষম্য থাকবে না, সাম্য আসবে, জিনিসপত্রের দাম কমবে, সবাই খেতে পাবে, দেশের উন্নয়ন হবে। ঠিক সাতচল্লিশের দেশভাগের সময় মুসলমানদের মধ্যে যে ধরনের বিশ্বাস ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যেভাবে মানুষ বিশ্বাস করেছিল।

আমি বলছি না যে লেখক-শিল্পীরা রাজপথে না নামলে আওয়ামী লীগ সরকারের পতন হতো না। কিন্তু আন্দোলনকে সার্বজনীন রূপ দিয়েছে এই শিল্প-সংস্কৃতিকর্মীরা। গতি দিয়েছে। যেটা এরশাদের আমলে হয়েছিল।

এটুকু পড়ার পর কেউ কেউ নিশ্চয় ভাবছেন আমি আওয়ামী লীগের কট্টর সমর্থক। তারা আমার গত পনের বছরের পোস্টগুলো পড়ে আসেন। আওয়ামী লীগ দ্বারা আমি সরাসরি ক্ষতিগ্রস্ত। ২০১৮ সালের ছাত্র আন্দোলনে আমি ছাত্রদের সমর্থন দিয়েছিলাম। বাস বন্ধ থাকায় ২০১৮ সালের ২ আগস্ট আমি হেঁটে অফিসে যাবার পথে হামলার শিকার হই। সেদিনের করা ফেইবুক পোস্টের অংশবিশেষ তুলে দিলাম-
রাস্তায় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ এবং পুলিশের সশস্ত্র অবস্থান। আমি এই চার বাহিনীর অবস্থানের পাশ দিয়ে হেঁটে যাবার সময় সবে একটা ছবি তুলেছি মোবাইলে, ‘ধর ধর’ বলে আমার দিকে তাড়া করে এলো কয়েকজন, একজন এসে লাঠি দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করলো আমার মাথার বামদিকে, আমার পৃথিবীটা যেন দুলে উঠল! ততক্ষণে আমার হাত থেকে মোবাইল নিয়ে নিয়েছে। হেলমেট পরা এক পুলিশ এসে লাঠি দিয়ে জোরে আঘাত করল আমার ডান কাঁধে। এরই মধ্যে তারা আমাকে ঘিরে ফেলেছে এবং কিল-চড় পড়ছে আমার গায়ে। এসব ঘটল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমি কিছু বুঝে উঠার আগেই। আমার মাথা তখন ঘুরছে। পকেট থেকে আমার সাংবাদিকতার আইডি কার্ডটি বের করে পুলিশের উদ্দেশে উঁচিয়ে ধরলাম। আশপাশে গুঞ্জন উঠল, ‘এই সাংবাদিক, সাংবাদিক…’
ততক্ষণে আমার মোবাইল নিয়ে হাওয়া! কিছুক্ষণ লোহার রড ধরে দাঁড়িয়ে ধাতস্থ হলাম। মাথার আঘাতের জায়গায় হাত দিয়ে দেখলাম ফুলে উঠেছে, একগোছা চুল উঠে এলো হাতে। একটু পর একজন পুলিশকে অনুরোধ করলাম, ‘ভাই,এদের মধ্যে কেউ আমার মোবাইলটা নিয়েছে, একটু দ্যাখেন না মোবাইলটা ফিরিয়ে দেয় কিনা!’
পুলিশ বলল, ‘আপনি ছবি তুলতে গেছেন ক্যান। যে নিছে তারে আর খুঁজে পাওয়া যাবে না, যান বাড়ি যান।’
শুধু আমি নই, আমার সামনে আরো কয়েকজনের একই অবস্থা করল। ওরা যাকেই ছাত্র সন্দেহ করছে তাকেই ধরে মারছে।
এরই মধ্যে পুলিশের ইন্দনে ছাত্রদের ধাওয়া করল শ্রমিকলীগ-ছাত্রলীগ-যুবলীগ, পিছনে পুলিশ।
আমি ছাত্রদেরও ছবি তুলেছি, ছাত্ররা আমাকে কিছু বলেনি,কারণ ওরা ওদের জায়গায় সৎ। কিন্তু ছাত্রলীগ, শ্রমিকলীগ, যুবলীগ এবং পুলিশ জানে ওরা যা করছে তা অন্যায়, অন্যায়ের ছবি প্রকাশ হলেই বিপদ। ফলে ওরা আমাকে মেরেছে, আরো অনেককে মারছে।
শরীরের ডানপাশ ব্যথা, মাথার ফোলা জায়গা থেকে কষ বেরোচ্ছে, যন্ত্রণা হচ্ছে। অফিসে যাইনি, বিছানায় শুয়ে ওই মুহূর্তটির কথা ভাবলেই গা শিউরে উঠছে। দ্রুত আইডি কার্ডটা বের করেছিলাম বলে রেহাই পেয়েছি, নয়ত এতোক্ষণে হাসপাতালে অথবা লাশবাহী গাড়িতেও থাকতে পারতাম!

তারপরও যদি আমাকে আওয়ামী লীগের কট্টর সমর্থক মনে হয়, তাহলে আর কিছু বলার নেই। কিন্তু আওয়ামী লীগের হাতে মার খেয়ে, মোবাইল হারিয়ে যাবার পরও এই সত্যটি আমাকে স্বীকার করতেই হবে যে আমাদের জন্য আওয়ামী লীগ ছিল মন্দের ভালো। আওয়ামী লীগ এই দেশের হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-আদিবাসী, কবি-সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, বাউল, মাজারপন্থী এবং কিছুটা উদার চিন্তার মানুষের জন্য বর্ম হয়ে ছিল। একটু ফুটোফাটা বর্ম, অনেক ঘটনা ঘটছিল, পুরোপুরি নিরাপদ ছিল না, তারপরও আমরা তখন কিছুটা হলেও সুরক্ষিত ছিলাম। নইলে আজকে দেশব্যাপী জঙ্গিরা যে মব উৎসব করছে, খুন-ধর্ষণ করছে, বাউল আখড়া ও মন্দির-মাজার ভাঙছে, মানুষের বাড়ি লুট করছে, ভয়ংকর অরাজকতা চালাচ্ছে, সেটা অনেক আগেই হতো।

তাই স্বাধীনতার পক্ষের বিকল্প প্রগতিশীল রাজনৈতিক শক্তি তৈরি না করে, মবের মাধ্যমে আওয়ামী লীগকে উৎখাতের করে বাংলাদেশের শরীরের ওই ফুটোফাটা বর্মটাও খুলে ফেলা হয়েছে। এখন বাংলাদেশের সারা শরীর অরক্ষিত। শরীর নিয়ে জঙ্গিরা যার যা খুশি করছে। রক্ষা করার কেউ নেই। আন্দোলনের নামে মব নয়, আওয়ামী লীগকে নামাতে হলে নির্বাচনের মাধ্যমে নামাতে হতো, তাহলে এই অরাজকতা হতো না। সুষ্ঠু নির্বাচনের জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজন ছিল, সেটা হয়নি, রাজনৈতিক দল ব্যতিত সাধারণ মানুষ ও শিল্পীসমাজ মাঠে নামেনি। অথচ আওয়ামী লীগের বেপরোয়া শাসনের বিরুদ্ধে প্রয়োজন ছিল প্রগতিশীলদের আন্দোলন, সেটা হয়নি। কারণ প্রগতিশীলদের অনেকেই ছিল আওয়ামী লীগের প্রসাদভোজী। জুলাই-আগস্টের জঙ্গি আন্দোলনের শেষ দিকের হাওয়া বুঝে শিবু কুমার শীলের মতো অনেকেই রাজপথে নেমেছিল, অথচ এরা আওয়ামী লীগের সুবিধা ভোগ করেছে। তখন আওয়ামী লীগকে এদের ফ্যাসিস্ট মনে হয়নি। হাওয়ার বেগ বুঝে মনে হয়েছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট।

আমার মতো আরও অনেকেই আওয়ামী লীগ দ্বারা সরাসরি ক্ষতিগ্রস্ত। ফলে তারা ব্যক্তিগত ক্ষতির ক্ষোভ উগড়ে দিয়েছে বা দিচ্ছে। এটা করে তারা আওয়ামী লীগের ওপর প্রতিশোধ নিচ্ছে। আমি তাদের দলে নই, আমার ব্যক্তিগত ক্ষতির জন্য ক্ষুব্ধ হয়ে আমি জাতির জন্য বৃহত্তর ক্ষতি ডেকে আনতে রাজি নই। সবসময় আমাকে জিততেই হবে এমন কোনো কথা নেই। থাকলাম না হয় আমি একজন পরাজিত মানুষ হয়েই।

বামপন্থী যেসব লেখক-সংস্কৃতিকর্মী জঙ্গি-আন্দোলনের সমর্থক ছিল, রাজপথে নেমেছিল, আজও এই অবৈধ জঙ্গি-সরকারের পক্ষেই তাদের অবস্থান। ভব’র মতো যতক্ষণ না আঘাতটা নিজের ওপর আসবে ততক্ষণ এরা পক্ষেই থাকবে। এদের পঁচানব্বই শতাংশই ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয়নি, এখনও নেবে না। ভবিষ্যতেও তারা একই কাজ আবার করবে, জামায়াতীদের শক্তি যোগাবে। এদের ‘বামাতী’ উপাধী এমনি এমনি জোটেনি! বামপন্থীদের গ্রুমিংয়ের ধরনই এমন, জামায়াতীদের মতোই এরা ন্যায়-অন্যায় ভুলে দলীয় বিশ্বাসে অটল থাকে। তাই থাপ্পড়ের ন্যায় ওই বাক্যটি নিক্ষেপ করা অন্যায় নয়, বরং তাদের উপলব্ধির জন্য ওটা নিক্ষেপ করা। স্মরণ করিয়ে দেওয়া যে- নিজের শরীরের বর্মটা খোলার আগে আশপাশে শত্রুদের অবস্থানটা একটু দেখে নাও, বুকটা অক্ষত থাকবে কি না বুঝে নাও।

লাল নই বলে ভবরা আমাদের দালাল বললেও দিনশেষে আমরা ভবদের পাশেই থাকব।


সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৩২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এয়ার এম্বুলেন্স ও তিন বারের প্রধানমন্ত্রী’কে নিয়ে জরিপে আপনার মতামত দেখতে চাই॥

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:৩০

যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন শহরে বসবাস করছেন। সেই দলের মূল নেত্রী অসুস্থ। আর তাকে চিকিৎসার জন্যে বিদেশ যাওয়ার এয়ার অ্যাম্বুলেন্স দিবে কাতারের আমির। বিএনপি এবং জিয়া পরিবারের কি এতটা... ...বাকিটুকু পড়ুন

ইউনুসের উচিৎ ভারতকে আক্রমন করা , বিডিআর হত্যাকান্ডের জন্য

লিখেছেন এ আর ১৫, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৭


ইউনুসের উচিৎ ভারতকে আক্রমন করা , বিডিআর হত্যাকান্ডের জন্য

পহেল গাঁয়ে পাকিস্থানি মদদে হত্যাকান্ডের জন্য ভারত পাকিস্থানে আক্রমন করে গুড়িয়ে দেয় , আফগানিস্থান তেহেরিক তালেবানদের মদদ দেওয়ার জন্য, পাকিস্থান... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যাহা দিয়াছি, ভারত উহা সারা জীবন মনে রাখিবে… :) =p~

লিখেছেন নতুন নকিব, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৫

আমি ভারতকে যাহা দিয়াছি, ভারত উহা সারা জীবন মনে রাখিবে… :) =p~

ছবি, এআই জেনারেটেড।

ইহা আর মানিয়া নেওয়া যাইতেছে না। একের পর এক মামলায় তাহাকে সাজা দেওয়া... ...বাকিটুকু পড়ুন

এমন রাজনীতি কে কবে দেখেছে?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২০


জেনজিরা আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামল দেখেছে। মোটামুটি বীতশ্রদ্ধ তারা। হওয়াটাও স্বাভাবিক। এক দল আর কত? টানা ১৬ বছর এক জিনিস দেখতে কার ভালো লাগে? ভালো জিনিসও একসময় বিরক্ত... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযুদ্ধের কবিতাঃ আমি বীরাঙ্গনা বলছি

লিখেছেন ইসিয়াক, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৫


এখনো রক্তের দাগ লেগে আছে আমার অত্যাচারিত সারা শরীরে।
এখনো চামড়া পোড়া কটু গন্ধের ক্ষতে মাছিরা বসে মাঝে মাঝে।

এখনো চামড়ার বেল্টের বিভৎস কারুকাজ খচিত দাগ
আমার তীব্র কষ্টের দিনগুলোর কথা... ...বাকিটুকু পড়ুন

×