
মুক্তিযুদ্ধের পর জন্মভিটে থেকে বিতাড়িত কিংবা
স্বামী পরিত্যক্ত বীরাঙ্গনাদের বুকের ভেতর
একটা পিতৃগৃহ ছিল
তাদের একজন পিতাও ছিলেন।
কেউ জিজ্ঞেস করলে তারা অনায়াসে পিতার নাম বলতে পারতেন-
শেখ মুজিবুর রহমান
ঠিকানা ব’লে দিতে পারতেন-
ধানমণ্ডি বত্রিশ।
ধানমণ্ডি বত্রিশ কেবল বীরাঙ্গনাদের পিতৃগৃহ নয়
বাংলাদেশেরও জন্মযাতনার সাক্ষী বত্রিশের বাড়ি।
ঘাতকের দল বীরাঙ্গনাদের পিতৃহীন করেছে অনেক আগেই
তাদের উত্তরসুরীরা আজ ধ্বংস করেছে ধানমন্ডি বত্রিশের বাড়ি।
পিতৃহীন বীরাঙ্গনারা, আজ পিতৃগৃহহীন হয়েছেন।
৫ ফেব্রুয়ারি ২০২৫
ইউটিউব লিংক:
পিতৃগৃহ- মিশু মিলন
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




