ইচ্ছেপূরণ হবার আগেই পরশপাথর
জলের দিকে গড়িয়ে গেল,
এক লহমায় পুড়িয়ে দিল শূন্যতা তোর।
এবার তাকে খুঁজবি লোহার আঙুল দিয়ে
ভাবিস বটে।
হঠাত্ যদি স্বর্ণআভায় ঝলসে ওঠে
তোর সে আঙুল,
তখন স্বীকার করবি তো, সব হিসেব যে ভুল?
ভুল হিসেবের ভর্তি খাতা
সেটাই কি তোর পরিত্রাতা?
সত্যি ও’সব
অঙ্ক আদৌ মিলবে? নাকি
ভুল উত্তর আঁকড়ে থাকবি সারাজীবন?
রঙিন রিবন
জড়িয়ে যাবি নকল চুলের পরচুলোতে?
ছদ্মবেশের নানান ছলে
ক্লান্ত হয়ে নিত্য ভুলিস অবাক হতে!
তার চেয়ে তুই আনকোরা এক খাতায় এ’বার
চেষ্টা করে দেখনা হিসেব সাজিয়ে নেবার।
ভয়টা কীসের? নতুন ভ্রমের পদক্ষেপে
অনাবৃত জীবনটাকে দেখ না মেপে!
তোর হারানো পরশপাথর?
নিথর কিছু শান্তি মাখুক জলের নীচে
মিথ্যে ছায়া পাঠাস না আর বিয়াত্রিচে ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




