আজ বসন্তে ফোঁটা ফুলে পচা লাশের গন্ধ
বাড়ি ফেরা অতিথি পাখির কন্ঠে সন্তানহারা মায়ের কান্না
বসন্ত বাতাসে ওড়া শুকনো পাতার মর্মর শব্দে শুনি রাহিমার ক্ষুধার্থ আর্তনাদ
তবু বসন্ত তুমি এলে.......।
তোমায় ঘিরে হে বসন্ত কত আয়োজন
কাব্যবিলাসী কবির কলমে তুমি উল্লাসের সমীকরণ
তবু তুমি পার না হে বসন্ত দৈন্য মুছে দিতে
তুমি পার না আমার মায়ের ঠোঁটের কোনায় আঁচল চাপা হাসি ফিরিয় দিতে
কেন তুমি পার না হে বসন্ত?
তবু হে বসন্ত
তোমায় দেখে শীতে জীর্নসীর্ন পথ শিশুর ঠোঁটে দেখি ছোট্ট মুচকি হাসি
তাই তোমায় হে বসন্ত আমি একটু ভালবাসি...............।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




