একটা সময় ছিল আমার তাকিয়ে তোমার দিকে
অলস দুপুর হারিয়ে যেতাম নীল অজানার বুকে।
তোমার সারা শরীর জুড়ে শুভ্র সাদা চাদর
ঠিক যেন তা উজাড় করা ভালবাসার আদর।
কষ্ট পেয়ে যখন আমি সবার থেকে দূরে
তখন আমায় সঙ্গ দিতে অঝোড় ধারায় ঝোড়ে।
খুব খুশিতে যখন আমি হতাম আত্নহারা
তখন তোমার প্রান্ত জোড়া সাতটি রঙের ধারা।
জানো আকাশ, আজ বহুদিন তোমায় দেখি না
তোমার অসীম প্রান্ত জুড়ে স্বপ্ন আঁকি না।
ভাবছো তুমি কেন আমি দিচ্ছি অমন ব্যাথা
ভুলে কি গ্যাছো সেই যে সে দিন সন্ধ্যে বেলার কথা!!
আমার আকাশ তোমায় আমি দিয়েছিলাম যাকে
তোমার সারা জমীন জুড়ে সে ই যে শুধু থাকে।
তোমায় আমি দিলেও বিদায় দেইনি বিদায় তাকে
তবুও সে যে তোমায় নিয়ে দূর অজানায় থাকে।
নিঃস্ব আমি শূন্য আমি রিক্ত দুটি হাত
আমার না হ্য় হৃদয় ছোঁয়া স্মৃতি গুলোই থাক।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১০ সকাল ১০:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




