দুই হাজার দশ।
যখন সানগ্লাস পরে তোমার দিকে তাকাই তখন
ইতিহাস গুলো কে
বড়ই রঙ্গিলা রসিক মনে হয়।
কিন্তু কোথায় যেন শুনেছিলাম
ইতিহাস নাকি
সাদাকালো হয়।
আমার লেপটপের ভাঁজগুলোতে জমে আছে ছাই রঙ্গা ধূলোর স্তর।
কি আশ্চর্য!!! এই ধূলোগুলো তো জমেছে গতবছর জুড়ে।
কিন্তু গত রাত বারোটায়্ই তো
আমি তোমাকে গলা টিপে হত্যা করেছি দুই হাজার দশ!!!
তাহলে কেন আমার লেপটপের শরীর জুড়ে তোমার মৃত নষ্ট শরীরের পাপ!!!
কেন নিয়ে গেলে না তোমার পাপের বোঝা????
আমি নিজের অজেন্তেই হাতড়ে তুলে নেই টিস্যুর বক্স।
একবার তাকিয়ে দেখো একটা একটা করে সব টিস্যু শেষ।
তবু তোমার পাপের বোঝা আমি বইতে পারবো না।
নষ্ট পাপে ভরা টিস্যুগুলো
বিজয়োল্লাসে ছুঁড়ে ফেলে দেই অন্ধকারে পরে থাকা আস্তাকুঁড়ে।
শেষ। সব টিস্যু শেষ।
তোমার সময়ে কেনা ওই টিস্যু দিয়ে
তোমার নষ্টামীর কাফন। হা হা হা।
আমি মুক্ত। হা হা হা। আমি মুক্ত।
আমি মুক্ত।আমি মুক্ত।আমি মুক্ত।
কিন্তু একি!!!
আমার বুকের লোমের ফাঁকে ফাঁকে কখন আঁটকে গেল এই ধূলো?!
আমি উন্মাদের মত হাতড়ে বেড়াই
নাহ্ একটা টিস্যুও নেই।সত্যিই তো নেই।
নেই একটা টিস্যুও নেই।
নেই; সত্যিইনেই তো।
আরো একবার হাতড়ে দেখি তো!!!
নাহ্ নেই তো।
তবে আমার বুকে জমে থাকা সাদাকালো সব ধূলোর স্তর???????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




