পর্ব-১ [বিজয়ের পূর্বে]
আয়ারল্যান্ড আয়ারল্যান্ড
পিপিলিকার দল
টাইম থাকতে মানে মানে
ভাগবি কিনা বল?
রয়েল বেঙ্গল টাইগারের
কামড় যখন খাবি
বাপ দাদা চৌদ্দ গুষ্ঠির
নামও ভুইলা যাবি।
পর্ব-২ [বিজয়ের পরে]
খুব তো বেশি লাফাইসিলি এখন কেমন লাগে?
ভেবে নিতে বলেছিলাম কামড় খাওয়ার আগে।
পিপিলিকার পাখা গজায় মরিবারই তরে
তোদের দেখে এই কথাটা শুধুই মনে পড়ে।
আহা আহা বেচারা রা সকাল হওয়ার আগে
এ দেশ থেকে পালিয়ে যা লজ্জা যদি থাকে।
আয়ারল্যান্ডের টিকটিকিরা লাফাস যদি আর
বাংলা ওয়াশ দিয়ে দিতে ভুল হবে না আর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




