মাইনাস নিয়ে আজকাল এত্তো এত্তো লেখা পড়তে পড়তে আজকে আমিও একটা কিছু লিখ্যাই ফেললাম।ভাইয়েরা আর বোইনেরা সব রেসিপি পোষ্টায়া ফেলছে
আমাদের আজকের আলোচ্য বিষয় 'মাইনাস সিস্টেম উঠায়া দেয়ার কিছু সুফল এবং কুফল।
ব্যান জানি না করে এজন্যে দুইসাইডেরউ তরফদারী করলাম,কারন আমি সেফ হওরায় আগেই ব্যান খাইতে চাইনা
কুফল:
একখানা মাইনাসের জন্যে আজ বাংলার ঘরে ঘরে দু্র্যোগের ঘনঘটা,
ব্লগারদের দেখে মনে হচ্ছে যেনো ঘরের বউ ঘর ছেড়ে পালিয়েছে।
মনের জালা দেখে মনে হচ্ছে কারো গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড কে নিয়ে অন্য কেউ ডেট এ গেছে
আমাদের সামুর হোম পেজ রন্ধনশালায় পরিনত হয়েছে
একজনের পোষ্টে মাইনাস না দিতে পারার কষ্টে আমার এক বন্ধুর হাত নিসপিস করতে করতে
চুলকানীর চরম পর্যায়ে পৌছে গেছে..অতঃপর তাকে একজন ডার্মাটলজিস্টের কাছে নিয়ে গেলাম
যারা মাইনাস খেয়ে অভ্যস্ত তারা অনেক দিন মাইনাস না খেতে পেরে বদহজম হয়ে গেছে
আমার মতো নয়া নয়া আগত ব্লগাররাতো আসমানে উড়তাসে
এটা নিয়ে আমাদের হাসিনা আপা সহ পুরো মন্ত্রী পরিষদ চরম ভাবে বিচলিত
যারা সবসময়ই মাইনাস পেয়ে অভ্যস্ত জীবনেও একটা + এর স্বাদও পায়নাই
এতে আমাদের দেশ এখন চরম হুমকির মুখে এসে দাড়িয়েছে।
অনেকেরই প্রমোশন (সেফ টু জেনারেল) হইলো
মডুরা বিনা পয়সায় কিছু গালিগালাজ শুনলো
সুফল:
ব্লগীয় কোন্দলের দিন শেষ হওয়ার পথে,শত্রুমিত্র এক হয়ে আজ + -- এর জন্যে যুদ্ধে নেমেছে
আমাদের কিছু সহজ সরল ব্লগার ভাইবোনেরা প্রতিবাদের ভাষা শিখতে শুরু করেছে।
আমরা কিছু সেইরকম দলনেতাদের সনাক্ত করতে সক্ষম হয়েছি
ব্লগে মাইনাসে গুরুত্ব যে এতো বেশী তা জানার সুযোগ হলো।
ব্লগে কিছু স্বাধীন ভাবে লেখার সুযোগ পাওয়া গেলো
মডুরা বিনাপয়সায় ভালো ভালো কিছু তেল পাইতেসে
মডুদেরও ভালোই পাবলিশিটি হইলো
ভালো ভালো খানাপিনা বিনা পয়সায় তেনাদের বাড়িত পৌছে গেলো
মডুভাইসাহেবদের কিছু আত্মীয় সজনের সাথে চীন পরিচয় পাইলাম
"সবচেয়ে বিশাল বেপার হলো আমি আজকে এই ফালতু পোষ্ট টা নির্ভয়ে দিতে পারলাম,কেউ আমারে মাইনাস দিতে পারবেনা
__________
এই আর কি___এর চেয়ে ফালতু আর কিছুই পোষ্টাইতে পারলামনা
সব রেসিপিই দেখলাম কমন পইরা গেছে এজন্যে এইটাই পোষ্টাইলাম।আশা করি ক্ষেমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




