প্রথম যেবার তোমায় দেখেছিলুম 'মহুয়া'
তুমি পরেছিলে মেরুন রংয়ের শাড়ি
আর আমি পড়েছিলাম কালো পান্জাবি
কেএফসির একটি বড় টেবিলে কি জড়তা নিয়ে বসেছিলাম
পাছে না পা লেগে যায়।
প্রথম যেবার তোমার হাত ধরেছিলুম মহুয়া
আমার জীবনের প্রথম নারী স্পর্শ
গাড়ি চলছিল হু হু করে পাম ট্রির মাঝ দিয়ে
মনে হচ্ছিল এ যেন এক নতুন জীবনের সূচনা।
প্রথম যেবার তোমার পাশে নিয়ে বসেছিলুম লেকের পাড়ে
মনে হয়েছিল আমার সমস্ত জীবন কি সেই মুহুর্তটাতে থেমে থাকতে পারে না?
শেষ যেবার তোমায় ছেড়ে আসলাম মহুয়া
একবারও মনে হয়নি এ দেখাই শেষ দেখা।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১০ রাত ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




