জীবনের সবচেয়ে বড় সত্যি হলো হারিয়ে যাওয়া।
সময় হারিয়ে যায়, খানিক আগের মুহুর্তটি আর জীবনেও ফিরে আসবে না
এক সময় যাদেরকে নিয়ে পার হতো প্রতি মুহুর্ত তারা হারিয়ে যায়।
এ জীবনে কত মানুষের সাথে দেখা হলো,
কজনের সাথে আবার দেখা হবে নিজেই হারিয়ে যাবার আগে?
হারিয়ে যায় ছোটবেলার সেই স্কুল, স্কুলের বন্ধুটি,স্কুলের সেই 'গুরুন কাকা'
হারিয়ে যায় বিকেলে খেলার মাঠের সেই নানা বয়সি সাথীরা।
হারিয়ে যায় পরিবারের বড়রা যারা এক সময় কতই না আপন ছিল,
হারিয়ে যায় নিজের ভাই বোনও যাদের সাথে একসময় এক বিছানায় শুয়ে গল্প শুনতাম।
হারিয়ে যায় প্রিয় বান্ধবিরা যাদেরকে এক সময় পরিবারের থেকেও আপন ভেবেছিলাম
হারিয়ে যায় পুরানো ল্যাপটপটি যে আমার বছরের পর বছর হাসি কান্নার একমাত্র সাক্ষী।
আমরা সবাই একদিন হারিয়ে যাবো
নতুনকে করে দিতে হবে জায়গা,
সবাইকেই হারাতে হয় কোন একদিন।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১০ সকাল ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




