গতকাল ছিল ১৭তম জাতীয় টিকা দিবস । সকাল থেকেই নানুমনি খালামনিকে তাগাদা দিচ্ছিল আমাকে টিকা খাওয়াতে নিয়ে যাওয়ার জন্য । আগেই বলেছি, আমার খালামনি খুবই অলস । ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছেই । ওঠার নামটি নেই
গাড়ি ছিল না এজন্য খালামনি ও ছোটমামা আমাকে রিক্সায় নিয়ে গেল জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটালে । আমি ঠিক দুপুর ৩ টা ২ মিনিটে রিক্সায় উঠেছি । আমি যে রিক্সায় উঠেছি সে রিক্সাওয়ালার নাম মো: কামাল হোসেন । তার দেশের বাড়ি ভোলা, ঢাকায় মোহাম্মদপুরে থাকেন । ঢাকায় ১২ বছর ধরে আছেন এবং ৮ বছর ধরে রিক্সা চালান । সুতরাং, বুঝতেই পারছেন আমি বেশ অভিজ্ঞ রিক্সাওয়ালার রিক্সায় উঠেছিলাম
ওখানে গিয়ে আমাকে টিকা খাওয়ানো হল । আমি তো ঘুমাচ্ছিলাম এজন্য আমি টেরই পাইনি। :#>
আমি যে রিক্সায় গিয়েছিলাম সে রিক্সায় ফিরে এসেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




