১.
ভাললাগার কাজ করলে, কাজ করছেন বলে মনে হবে না। পরিশ্রান্ত হবেন না। কাজ করতেই ভাল লাগবে।
দিন রাত কিভাবে কেটে যাবে টেরও পাবেন না।
পাত্তিউত্তি কম, কিন্তু কোন সমস্যা মনে হবে না। ছুটির দিনেও কর্মস্থলে আসতে মন চাইবে।
২.
সমাজ বা অন্যদের চোখে অনেক দামি, অনেক টাকা, উপার্জন এবং সম্মানের কাজ।
সবাই খুব দাম দেয়। সমাজে একটা স্ট্যাটাস আছে।
কিন্তু এই কাজ করতে আপনার ভাল লাগে না। বোরিং মনে হয়।
অফিসে বা কর্মস্থলে আসতে মন চায় না।
অল্প কাজ করেই মনে হয় "আর ভাল্লাগেনা । এভাবে আর কত!"
এই দুই রকমের কাজের মধ্যে আপনার পছন্দ কোনটি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




