আরে এত বড় একটি কাজ করলাম ভাই একটু ''চা পানির পয়সা টয়সা'' দিবেনতো?============
কি যে বলেন ভাই আমি কিন্তু নামাযী মানুষ। আমার ছেলে মেয়েকে সৎভাবে বড় করতে চাই । তাই আমি ঘুষ টুষ নেইনা তবে যে ফাইলটি দেখছি তাতে '' অফিসের কিছু খরছ টরছ'' না হলে তো চলেনা !!। ========।
না ভাই আমি ঘুষ একদম পছন্দ করিনা তবে কিছু ''বখশীষ'' না দিলে আজকাল অফিসে কাজ হয়?============
আমার সাহেব কিন্তু ঘুষ খাননা উনি খুব পরহেজগার । ভাই বুঝেন তো অফিসের সকলের জন্য ''একটু খরছাপাতি'' লাগবে।==========
বড় সাহেব কত বিশাল বড় লোক তাতো জানেন তাই উনি কোন ঘুষ খাননা শুধু উনার ''গিন্নির জন কিছু উপহার'' ======।
আমরা ছোট খাট মানুষ ঘুষ টুষ কি আমাদের মানায়? অফিসে এতগুলো লোক বুঝতেই তোপারছেন "তাদের চাহিদা কী ''?===
আরে ভাই বিশ্বাস করেন আমার জন্য কিছু লাগবেনা । আপনি এতদিনের পুরোনো বন্ধু মানুষ আপনার থেকে কি কিছু নিতে পারি ? অফিসে আমার এতগুলো লোককে তো ''ম্যানেজ করতে হবে'' বুঝেন তো !!=========
আজকাল যা দিন কাল পড়েছে সামান্য বেতনে কি আর চলে ? আপনারা ''দুএক টাকা'' ( মানে দুই এক লক্ষ)যা দেন তাই তো আমাদের সম্বল । =============
হায়রে কপাল এই অফিসে যাতায়াত করছেন আজ এত বৎসর ''সামান্য কিছু '' যে দিতে হয় সেটা ভুলে গেলেন?==============
কি খবর সাহেব আমরা কি ''বাদ" পড়ে গেলাম ?
উনি আমাদের অমুক (----------------------) সাহেব উনার কাছেই আপনার ফাইলটি আগামী কাল যাবে উনি সই করার পরই একটি অফিসিয়াল অর্ডার হবে============উনাকে ''একটু নাস্তা টাস্তা'' করাতে হবেতো ? (মানে এরপর এক বৎসেরেও সে ফাইল এক টেবিল থেকে পাশ্বের টেবিল এ যায়নি) ===============।
আমাকে বেশী দিতে হবেনা "সামান্য একটু'' দিলেই চলবে।
কি যে বলেন ভাই ''একটু হালকা পাতলা'' না দিলে কিভাবে কাজ করব বলুন ?
ও কথা বলে লজ্জা দিয়েননা আমরা তো আপনাদের সেবার জন্যই আছি ।
আজ শুধু ''একটা মাল'' (মানে একটা দামী মোবাইল সেট) দিলেই চলবে।
----------সাহেব আপনার সাথে আমাদের সবার সু সম্পর্ক । আপনি তো আমাদেরকে '' কখনো ঠকাননি''========
প্রতিবারই তো কম দিলেন এবার ''একটু বেশী'' দিয়েন।===========
আরো কত নামে যে সরকারী - বেসরকারী বিভিন্ন অফিসে ''ঘুষ'' কে অবিহিত করা হয় তা দীর্ঘদিন যাবৎ অফিসিয়াল কাজ গুলো করতে গিয়ে লিখকের বাস্তব অভিজ্ঞতা হয়েছে।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




