
মাছের মার গল্প।
যিনি পোলা অসুস্থ হয়ে লন্ডন যাওয়ার পর ৬ বছরে একবারো দেখা করেন নাই। ৬ বছরে ৬ বার ফালুকে সাথে নিয়ে ওমরা করতে গেলেও বহু সুযোগ পাওয়ার পর ও লন্ডনে দেখা করতে যান নি, তারেকও আসেনি মক্কায় মার সাথে দেখা করতে। খালেদা তারেক কোকো এদের বিরুদ্ধে বাংলাদেশে অনেক মামলা থাকলেও বিদেশ ভ্রমনে কোন বাধা ছিল না। এরপর অনেক বছর সুযোগ পেলেও যান নি। সুধু একবার দেখা হয়েছিল আগুনসন্ত্রাস সুরু করার কিছু আগে। ২০১৪ তে খালেদার পুর্বনির্ধারিত লন্ডন সফর শেষে দায়সারা কিচ্ছুক্ষনের 'একটি দেখা' হয়েছিল।
আর ছোট ছেলে কোকোর সাথে একবারও দেখা করেন নি, লন্ডনে বিলাসি জীবনজাপন করা বড় ভাই তারেকও আর দেখেন নি ছোট ভাইকে। খালেদাও কোকোর সাথে দেখা করেন নি, বহু সুযোগ পাওয়ার পরও অসুস্থ কোকোকে দেখতে জাননি। এমনকি মৃত্যুর পর লাশও দেখতেও মালয়েশীয়া যায়নি তারেক, মাছের মা খালেদাও থাইল্যান্ড, সিঙ্গাপুর সফর করলেও মালয়েশীয়ায় অসুস্থ পুত্রকে দেখার একবারও ইচ্ছে যাগেনি এই পাষান হৃদয় 'মাছের মা' এর।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




