ছবির সুত্র- beingwoman.org
ক্যাপ্টেন মোনিকা খান্না। ভারতীয় এয়ার লাইন্স 'স্পাইসজেট' এর এক দক্ষ পাইলট।
গতকাল দিল্লিগামী স্পাইসজেটের একটি বিমানে মাঝ আকাশে পাখির আঘাতে আগুন লেগে যায়।
এক বিবৃতিতে স্পাইসজেট জানায়, স্পাইসজেটের Boeing 737-800 বিমানটির এক নম্বর ইঞ্জিনে পাখির আঘাতে ইঞ্জিন থেকে স্ফুলিঙ্গ বেরুতে দেখে পাইলট মোনিকা ইঞ্জিনটি বন্ধ করে দেয়, এবং জরুরি অবতরনের জন্য নিকটবর্তি বিমানবন্দরকে প্রস্তুতি নিতে অনুরোধ করেন। দুঃসাহসী পাইলট ক্যাপ্টেন মোনিকা খান্না শুধুু একটি ইঞ্জিনের সাহায্যে বিমানটিকে পাটনা বিমান বন্দরে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০২২ রাত ৩:৫৫