
বিএনপিকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে কোনো রায় দেয়নি কানাডার আদালত। দেয়ার কথাও নয়।
কানাডার আদালতের রায়ের একটি ছোট অংশে বলা হয়েছে, কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এমন কোনো যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করেনি যাতে প্রতীয়মান হয় যে, বিএনপি সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত কোনো সংগঠন।
সেটাও সত্য। ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাজ এসব না, কোন এখতিয়ারও নেই ভিন দেশী একটি রাজনৈতিক দলের দোষ খুজে বের করা।
যেটা হয়েছে -
মোহাম্মদ জিপসেদ ইবনে হক নামের একজন বিএনপি কর্মীর রাজনৈতিক আশ্রয় প্রত্যাক্ষান হয়, সে শেষ চেষ্টা হিসেবে কানাডার ফেডারেল কোর্ট এ আপিল আবেদন করে। গত ১৫ই জুন মামলায় আদালত আপিল খারিজ করে দিয়ে পুর্ববর্তি মামলার রায় উল্লেখ করে একটি পর্যবেক্ষণ দেয়।
পুর্ববর্তি রায়ে যা ছিল।
উল্লেখ, ২০১৭ সালে ঢাকার মিরপুরের স্বেচ্ছাসেবক দলের কর্মী মোহাম্মাদ জুয়েল হোসেন গাজী কানাডায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। সে আবেদন বিশ্বাসযগ্য করতে কয়েকটি মামলার এজাহার আবেদনে যুক্ত করেছিল, সেগুলো ছিল বোমা হামলা আগুন সন্ত্রাস ইত্যাদি। এসব দেখে তার এই আবেদন নাকচ হওয়ার সময় কানাডার ফেডারেল কোর্টে রিভিউর আবেদনে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলা হয়েছিল।
এর পর ২০১৮ সালের জানুয়ারিতে আরেকজন বিএনপির কর্মী মো. মোস্তফা কামাল নামে আরেক ব্যক্তি কানাডায় রাজনৈতিক আশ্রয় চাইলে দ্বিতীয় দফায় বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেওয়া হয়।
একই বছরের অক্টোবরে মাসুদ রানার রাজনৈতিক আশ্রয়ের আবেদন একই কারন দেখিয়ে নাকচ করা হয়।
এরপর ২০২২ সালে ছাত্রদল কর্মী সেলিম বাদশার অভিবাসন নাকচ করার সময়ও বিএনপিকে স্পষ্ট ভাবেই সন্ত্রাসী সংগঠন উল্লেখ করেন কানাডার আদালত।
সর্বশেষ এইবার ১৫ জুন মোহাম্মদ জিপসেদ ইবনে হক নামে এক বিএনপিকর্মী কানাডায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে তা পুর্ববর্তি উচ্চআদালতের রায়ের আলোকে তথা 'বিএনপিকে একটি চিহ্নিত সন্ত্রাসী সংগঠন' হিসেবে প্রতিষ্ঠিত কারন দেখিয়ে জিপসেদ ইবনে হক
নামের একজন বিএনপি কর্মীর রাজনৈতিক আশ্রয় প্রার্থনা নাকচ করে দেন দেশটির ফেডারেল কোর্ট।
রায়ের পর্যবেক্ষনে বলা হয়, ওই ব্যক্তি এমন একটি দলের সঙ্গে যুক্ত ছিলেন, যেই সংগঠন নাশকতায় জড়িত থেকে বল প্রয়োগ করে সেই দেশের গণতান্ত্রিক সরকারকে উৎখাতের চেষ্টা করছে।
তবে এবার আদালত আলাদা ভাবে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে কোনো রায় দেয়নি কানাডার আদালত।
যুক্তরাষ্ট্রেও বিএনপিকে সন্ত্রাসী দল বলে রায় হয়েছিল
এর আগে যুক্তরাষ্ট্রেও বিএনপিকে টায়ার থ্রী মাত্রার সন্ত্রাসী দল বলে রায় হয়েছিল। গত এক যুগ ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালত তাদেরকে সন্ত্রাসী উপাধি দিয়ে যাচ্ছে, তারেক জিয়ার বিরুদ্ধেও মার্কিন হুলিয়া এবং ফ্লাইট ব্যান এখনো বিদ্যমান। কিন্তু বাংলাদেশী মিডিয়াতে আমরা কিছুই জানি না!


সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০২৩ দুপুর ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


