কোটা আন্দোলনে ছাত্রদের মূল দাবি ছিল - মুক্তিযোদ্ধা কোটা ৩০ ভাগ থেকে কমিয়ে অর্ধেকে বা আরো কম আনতে হবে।
এবং তারা বারবার বলছিল যে কোটা সম্পূর্ণ বাতিল চাই না।
এটাই তো মূল দাবি?
কিন্তু এই দাবিটা অর্থহীন ছিল। কারণ মুক্তিযোদ্ধা কোটা এযাবৎ কখনো 30% কোটা পূরণ করতে পারেনি যোগ্য প্রার্থীর অভাবে।
কখনো এক ভাগ কখনো দশমিক একভাগ কখনো আটভাগ এভাবেই চলছিল, একবার মাত্র সর্বোচ্চ ১৪% পেয়েছিল।
গড় হিসাব করে দেখা গেছে গড়ে মাত্র ৮% পেয়েছিল।
তাহলে দেখা যাচ্ছে আন্দোলনের দাবি ১৫% বা সবচেয়ে কম ১০% কোটা যেহেতু অতিক্রম করেনি, তাহলে আন্দোলন কেন যুক্তিতে?
কোন পক্ষতো ক্ষতিগ্রস্ত হচ্ছিল না।
যেহেতু প্রতিবছর ৫ বা ৭ শতাংশের বেশি উত্তীর্ণ প্রার্থী পাওয়া যাচ্ছিল না, সরকার ১০% দাবিও মেনে নিত।
একটু আদালতের ফাইনাল রায় হয়নি সরকার অপেক্ষা করছিল।
আন্দোলনকারীরা থামছিল না। কারণ তাদের নেপথ্যে শিবির চক্র ছিল।
তারাই কৌশলে 'আমি রাজাকার' স্লোগান তাদের মুখে তুলে দিয়েছিল নিজেদের ফায়দা হাসিলের জন্য। পরে প্রবল বিতর্ক দেখা দিলে স্লোগান পরিবর্তন করে স্লোগনের নিচে একটি লাইন যোগ করে।
কিন্তু আন্দোলনের যা ক্ষতি তা অলরেডি হয়ে গেছে।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:৩৮