আমার ক্লাস six এ ৬ মাসের জন্য একটা স্কুলে পড়ার সৌভাগ্য অথবা দুর্ভাগ্য হয়েছিল।
১০০ বছর পূর্তি উপলক্ষে ৩ দিন ব্যাপি বিশাল অনুষ্ঠান হচ্ছে।
আজকে একটু গিয়েছিলাম। বুঝতেই পারছেন, বিশাল রাজনৈতিক আত্মনিবেদনের মহড়া চলছে যথারীতি।
মজার ব্যাপার হলো, ঔ সময়ে আমার সাথে যারা, যতদূর মনে পড়ে, পাস ও করতে পারে নাই, দেখলাম তাদের বিশাল বিশাল পোষ্টার। সবাই ছাত্রলীগের বড় বড় কর্মী। হাসিনা কে উদ্দেশ্য করে বস্তা বস্তা পোষ্টার। তাদের এলাকায় ব্যাপক পরিচিতি এখন।
এই দেখে, আমার কি গর্বিত হওয়া উচিৎ নাকি লজ্জিত, ঠিক বুঝতে পারলাম না।
এইটুকুই বুঝলাম, আমি বই লাইন বাই লাইন পড়ে শিক্ষক হতে পারি অথবা না পারি, এরা অবশ্যই শিক্ষামন্ত্রি ও হতে পারে কিছুদিন পড়ে যারা আমাকে চালাবে, এতে অবশ্যই বিস্মিত হবার কিছু নেই। এটা তো বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




