somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবতার সেবায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ

১৬ ই মে, ২০১৩ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাভার দুর্গতদের পুনর্বাসনের লক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষার্থী এবং শিক্ষকদের পক্ষ থেকে বাণিজ্য অনুষদের কনফারেন্স হল এ মোট ৫২ টি পরিবারকে সেলাই মেশিন, রিক্সা ও নগদ অর্থ প্রদান করা হয় গত বুধবার (১৫ইমে, ২০১৩)।
“মানবতার সেবায় ঢাকা বিশ্ববিদ্যালয়” শিরনামের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। ফলে যে কোনো ধরনের দুর্যোগে ব্যাপক প্রাণহানি হয়। এই ক্ষতি কিভাবে কমানো যায় তা নিয়ে স্থপতি, প্রকৌশলীদের চিন্তা করতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায় ঢাবি প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডঃ শহিদ আখতার হোসাইন বলেন, আমরা সবাই মিলে যদি বানিজ্য অনুষদের দৃষ্টান্ত অনুসরণ করি তবে তাদের(ক্ষতিগ্রস্ত শ্রমিকদের) দুঃখ থাকবে না। ঢাবি ট্রেজারার অধ্যাপক ডঃ মোঃ কামাল উদ্দিন মানুষ মানুষের জন্য এই উক্তি উল্লেখ করে বলেন, জাতীয়তাবাদের চাইতে মানবতাবাদকে প্রাধান্য দিতে হবে। তিনি আরও বলেন, এই সামান্য সাহায্য ক্ষতিগ্রস্তদের তেমন কোন উপকারই হবে না তবে অন্ততপক্ষে তারা সাহস পাবে যে তাঁদের পাশে সবাই আছে। রাষ্ট্রের মূল দায়িত্ব অবহেলিতের অধিকার রক্ষা করা বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজনেস স্টাডিস ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়েতুল ইসলাম।
সাভারের রানা প্লাজার হত্যাকান্ডের ভয়াবহতা নিয়ে নতুন করে কিছু বলে দীর্ঘসূত্রিতায় যাচ্ছি না। ১১২৭টি লাশের ভার বহনের চেয়ে বড় ভার হলো এই ঘটনায় যারা জীবিত আছে তাদের পুনর্বাসনের দায়িত্ব নিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের প্রায় ৭০ জনের একটা দল হিসেবে নাদিম, সজিব, তানভির, অন্তু, শোভন সহ বেশ কিছু ছাত্রছাত্রী শুরু থেকেই সেই কাজটি করার চেষ্টা করেছে কয়েক সপ্তাহ ধরে। সেই সাথে সম্পূর্ণ কাজটি তত্ত্বাবধায়ন করেছেন Accounting ডিপার্টমেন্ট এর শিক্ষক মোঃ জামিল শরিফ।
রানা প্লাজার হত্যাকান্ডের পরপরই তারা বিভিন্ন দলে ভাগ হয়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া, শাহবাগ, বিশ্ববিদ্যালয় সংলগ্ন সবকটি মার্কেট, আশেপাশের পার্ক চষে বেড়িয়েছে । এখান থেকে তোলা এবং বিদেশী বন্ধুদের পাঠানো অর্থ থেকে পাঁচ লাখ (৫,০০,০০০) টাকা এবং বাণিজ্য অনুষদের শিক্ষকদের প্রদত্ত (ডীন ফান্ড) পঞ্চাশ হাজার (৫০,০০০) টাকা সহ মোট সাড়ে পাঁচ লাখ টাকা (৫,৫০,০০০) তুলতে সক্ষম হয়েছে। এই অর্থদিয়ে তারা ৩১টি সেলাই মেশিন, ১২টি রিকশা, ২ টি ভেন কিনেছে । পাশাপাশি তাদের আরেকটি টিম সাভার দূর্গতদের মধ্য থেকে ৫২ জন মানুষকে চিহ্নিত করেছে। যাদের মধ্যে ৩১জনকে সেলাই মেশিন ও ৫০০০ টাকা দেয়া হয়, ১২ জনকে রিকশা ও ৩০০০ টাকা, ২ জনকে ভেন ও ২০০০ টাকা এবং বাকী ৭ জনকে নগদ অর্থ দেয়া হয় । এছাড়াও ২ টি পরিবারকে আগামী ৪ মাস ৩৮৫০ টাকা করে দেওয়া হবে যেন তারা তাদের সন্তানের লেখা পড়া চালিয়ে যেতে পারে।
উল্লেখ্য, ৫২ টি পরিবারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাভার বাস রুট “হেমন্ত” তে করে সাভার থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয় এবং বিকেল ৩ টায় তাদের আবার সাভার এ পৌঁছে দেওয়া হয়।

এবার আসুন “মানবতার সেবায় ঢাকা বিশ্ববিদ্যালয়” এর পিছনের গল্পটা শুনি -

২৪-০৪-২০১৩ ; ভেঙ্গে পড়ল সাভারের রানা প্লাজা। বাসা টা রানা প্লাজার একদম কাছাকাছি হওয়ায় একদম কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল লাশের মিছিল। ওই দিন বিকেলে এনাম মেডিকেল এ রক্ত দিতে যাই। এনাম থেকে বের হয়ে আসি একদল বীভৎস লাশ এর উপর দিয়ে (পিছনের গেট যেখানে লাশ গুলো রাখা হয়েছিল)। মনের ভেতর খারাপ লাগার অনুভুতি আমি বুঝাতে পারি না কখনও। শুধু মাত্র "আমাকে কিছু করতে হবে বা করা উচিৎ" এমন একটা অনুভুতি ছিঁড়ে খাচ্ছিল।
পরের দিন ক্যাম্পাসে যাই। আমার এক বন্ধুর জন্মদিন ছিল।আমি সজিব কে বললাম, "দোস্ত, কিছু করা উচিৎ"। তানভির ও ছিল সেখানে। সবাই বুঝলাম কিছু করা উচিৎ কিন্তু কি করা উচিৎ টা আর বুঝলাম না। মোটামুটি কিছু টাকা দরকার এতটুকু মনে হল। পরের দিন ছিল মিড পরীক্ষা। তাই কোন ডিশিসন না নিয়েই বাড়ি ফিরলাম।
ওই দিন রাতে সজিব ফোন দিল," দোস্ত, কাল থেকেই টাকা তুলবো। তুই Volunteer যোগার কর।" রাত তখন প্রায় ১০ টা। কিভাবে কি করব বুঝতে পারলাম না। FBS এর প্রায় সব Department এর বন্ধু দের ফোন করে বললাম, পরের দিন যেন ১০ টায় Faculty তে থাকে। আর ওরা যেন Junior Batch এ এই খবর টা বলে দেয় যে Volunteer দরকার। এইদিকে টাকা পয়সার বেপার, তাই Technical কোন Problem আছে নাকি তা জানতে Al Amin Sir কে ফোন দেই। Sir বললেন, Dean Sir এর কাছ থেকে অনুমুতি নিতে। এতো রাতে Dean Sir কে ফোন দেওয়ার সাহস হল না, FB তে একটা Inbox করলাম Sir কে। Dean Sir রাত ১ টায় reply করে বললেন যে Officially টাকা তোলার Permission দেওয়া সম্ভব না, কিন্তু আমরা Unofficially করতে পারি।
পরের দিন ১০ টায়। বেশ কিছু Volunteer আসল। আমরা তাদের নাম লিস্ট করলাম। সবাই চিন্তা করছিল যা টাকা উঠবে টা Instant সাভার এ পাঠিয়ে দিবে Instant Support দেওয়ার জন্য। কিন্তু সাভার এ তখন চিত্র টা ভিন্ন। Instant Supports তখন প্রয়জনের চেয়ে বেশি ছিল সাভারে। আমরা সিদ্ধান্ত নিলাম, এক সপ্তাহ টাকা কালেকশন করবো। তারপর সাভারে লিস্ট করে, Prime Needy পরিবার গুলোকে এমন ভাবে সহায়তা দিবো যেন তারা আবার ঘুরে দাঁড়াতে পারে। এটা হতে পারে ১ টা পরিবার, কিন্ত এটাই কম কি? ৫০০ টাকা করে সব পরিবারকে না দিয়ে, অন্তত ১ টা পরিবারকে নতুন করে স্বপ্ন দেখানোর স্বপ্ন নিয়ে শুরু হল যাত্রা।
ওই দিন Mid ছিল। কিছুই পড়া হয় নাই। ভাগ্য ভালো, কিভাবে যেন Mid টা ওইদিন Cancel হয়ে যায়। আসলে কত টাকা উঠবে, বা আদৌ কি আমরা কিছু করতে পারব কিনা, এটা নিয়ে যখন আমরা চিন্তিত, আমাদের স্বপ্নকে নতুন আলোর পথ দেখালো আমার বড় ভাইয়ার ফোন। Md Moniruzzaman ভাইয়া USA থেকে ফোন করে বলল, উনি USA, CANADA, AUSTRALIA থেকে কিছু কালেকশন করে আমাকে পাঠাবেন। সাহস টা অনেক বেড়ে গেল। শুরু করলাম পূর্ণ গতিতে কাজ।
পরের দিন, ১৫ টা বক্স বানালো হল। ১২-১৫ টা পয়েন্ট ঠিক করলাম। প্রায় সব Department থেকেই Volunteer আসল। আমরা তাদের ৩-৪ জনের টিম করে নির্ধারিত পয়েন্ট গুলোতে পাঠাই। প্রথম দিন ই কালেকশন হল ৫০০০০ টাকা। যদিও টাকা তুলতে গিয়ে Volunteer দের অনেক রকম বিব্রতকর অবস্থায় পরতে হয়েছে, তবুও আমার প্রিয় ভাইবোন রা তা হাসিমুখে Handle করেছে। হটাত মনে হল টাকা গুলোর Securityর কথা। আমরা দেখা করি, Jamil Sharif Sir এর সাথে। Sir কে বলি আমাদের পরিকল্পনা। Sir রাজি হলেন আমাদের Treasurer হিসেবে কাজ করতে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। যা কালেকশন হয়, Sir কে দিয়ে আসি। এভাবে চলে এক সপ্তাহ।
দেশ এবং বিদেশ থেকে প্রায় ৫,১৫,০০০ টাকা কালেকশন হয়। তারপর শুরু করি সাভার লিস্টিং অভিযান। প্রখর রোদে প্রায় ৩০০ টা পরিবারকে লিস্ট করি। যেহেতু অর্থ সীমিত, তাই এখানেই লিস্ট করা বন্ধ করে দেই। লিস্ট করার সময় আমরা তাদের প্রশ্ন করেছিলাম, কি হলে তারা আবার নতুন করে চলতে পারবে। কেউ বলেছে সেলাই মেশিন, কেউ রিক্সা, কেউ ভেন, কেউ গাভী এবং আরও অনেক কিছু।
এরপর শুরু হয়, সাধ এবং সাধধের সমন্বয়। ১১০ টি পরিবারকে Prime Needy Family হিসেবে বাছাই করি। Sir এর সাথে কথা বলি কিভাবে আমরা সীমিত টাকা দিয়ে হেল্প করব। Sir কতগুলো Criteria Set করে দেন। এর ভিত্তিতে আমরা খুজে পাই ৫২ টি পরিবারকে যাদের আমরা সাহায্য করতে পারবো।
সম্পূর্ণ ব্যাপারটি তে স্বচ্ছতা থাকা উচিৎ। তাই আমরা DEAN Sir কে অনুরোধ করি যেন Sir নিজে থেকে Support গুলো প্রদান করেন। তারপর বাকি কাজটা Dean Sir এবং Jamil Sir সুন্দর ভাবে সাজিয়ে দেন।
Hemonto বাসের Joint Secretary হিসেবে আমি কমিটি কে অনুরোধ করি, ১৫ তারিখে ১ টা ট্রিপ বন্ধ করে ট্রিপটি যেন এই ৫২ টি পরিবার কে আনা নেওয়ার কাজে দেওয়া হয়। কমিটি তা মেনে নেয়।
বাকি টুকু তো সবাই জানেন। আমার খুব ভালো লাগতো যদি সবাইকে Support দিতে পারতাম। কিন্তু কি করার আছে ? সাধ অনেক, উপায় সীমিত।
ধন্যবাদ দিয়ে কাওকে ছোট করব না। শুধু এইটুকু ই বলব, মানবতা যত দিন বেঁচে থাকবে, ততদিন আমরা বেঁচে থাকব। হোক মানবতার জয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে কোন প্রজন্ম সবচেয়ে দুর্নীতিগ্রস্ত? ১৯৭১ থেকে একটি সংক্ষিপ্ত ভাবনা

লিখেছেন মুনতাসির, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৪৩

বাংলাদেশে দুর্নীতির প্রশ্নটি প্রায়ই ব্যক্তি বা দলের দিকে ছুড়ে দেওয়া হয়। কিন্তু একটু গভীরে গেলে দেখা যায়, এটি অনেক বেশি প্রজন্মভিত্তিক রাজনৈতিক - অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে যুক্ত। ১৯৭১ এর পর... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর মত শিম্পাঞ্জিদের পোস্টে আটকে থাকবেন নাকি মাথাটা খাটাবেন?

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৭



আমাদের ব্রেইন বা মস্তিষ্ক কিভাবে কাজ করে লেখাটি সে বিষয়ে। এখানে এক শিম্পাঞ্জির কথা উদাহরণ হিসেবে টেনেছি মাত্র।

ধরুন ব্লগে ঢুকে আপনি দেখলেন, আপনার পোস্টে মন্তব্যকারীর নামের মধ্যে "জেন একাত্তর" ওরফে... ...বাকিটুকু পড়ুন

ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টি দিল্লী থেকে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:১৫


((গত ১১ ডিসেম্বর ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টির ইতিবৃত্ত ১ শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা নাকি ব্লগ রুলসের ধারা ৩ঘ. violation হয়েছে। ধারা ৩ঘ. এ বলা আছে "যেকোন ধরণের... ...বাকিটুকু পড়ুন

আমাদের হাদিকে গুলি করা, আর আওয়ামী শুয়োরদের উল্লাস। আমাদের ভুল কোথায়?

লিখেছেন তানভির জুমার, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৩



৩০ জনের একটা হিটলিস্ট দেখলাম। সেখানে আমার ও আমার স্নেহের-পরিচিত অনেকের নাম আছে। খুব বিশ্বাস করেছি তা না, আবার খুব অবিশ্বাস করারও সুযোগ নাই। এটাই আমার প্রথম... ...বাকিটুকু পড়ুন

এ যুগের বুদ্ধিজীবীরা !

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:৪০


ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাকিস্তান মিলিটারী ও তাদের সহযোগীরা মিলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেন লেখক, ডাক্তার, চিকিৎসক সহ নানান পেশার বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের!... ...বাকিটুকু পড়ুন

×