পৃথিবীর আর কোন দেশে এই ধরনের ঘটনা কেউ প্রত্যক্ষ করেছে কিনা, জানিনা। আমি প্রত্যক্ষ করেছি, এখনো করছি। এই ছবিটা ঘটনা ঘটার ঠিক পূর্ব মুহুর্তের। একজন গর্ববতী মাকে চুলের মুঠি ধরে টানাটানি, গলায় ছুড়ি চালানো , পেটে বুট জুতার লাথ্থি, পায়ে কুড়ালের কোপ। আর ননদ -শ্বাশুড়ী ঐ মাকে কাপড় খুলে উলঙ্গ করে ফেলা। আমি জানিনা, এই মা শেষ পর্যন্ত সন্তান জন্ম দিতে পারবে কিনা। শেষ খবর পাওয়া পর্যন্ত এই মা এখনো বেচে আছে। এই ঘটনা জানার পর সুশীল সমাজ কি পদক্ষেদ নিবে? সাময়িক সমবেদনা, দুএকটা উচা-নিচা বক্তব্য, ব্যাস। আর কিছুনা।
এই দৃশ্য আমাকে রাতে ঘুমাতে দেয়না।
অনেকদিন ধরে এই শিশুটির জন্মের প্রতীক্ষায় ছিলাম। ভেবেছিলাম, এই শিশু জন্মের পর বাংলায় আর কোন যুদ্ধাপরাধী থাকবেনা।
এই জননী আমার বাংলাদেশ
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




