
ফাহিমের ছবি পাসপোর্ট থেকে নেওয়া
ডিউটি শেষ করার কিছু সময় আগে কল আসে জেদ্দার এক বড় ভাইয়ের এলাকার ভাতিজা একটা মারা গেছে গতকাল রাতে । কাগজপত্র কি কি লাগবে এইখানে মাটি দিবো । ডিউটি শেষে তাদের কাছে মৃত ফাহিম খানের বিষয়ে জানতে গিয়ে চোখে জল এসে যায় । গতকালে সে ইকামা হাতে পায় । স্বপ্ন পূরণের জন্য অল্প বয়সে সৌদি আরবে আসেন মুন্সীগঞ্জ টংগিবাড়ী উপজেলা ফাহিম খান (২০) । কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই ১৪ দিনের মাথায় বাসায় মৃত্যু বরণ করেন । তার চাচা জানায় , অনেক উদ্যমী ও কর্মঠ। স্বপ্ন পূরণের জন্য আমার ভাতিজা সৌদি আরবে এসেছিল । কিন্তু স্বপ্ন পূরণের আগে স্বপ্নের মৃত্যু হলো।
আবার এমনও প্রবাসী আছে জীবনের সোনালী সময়ের প্রবাসে কাটিয়ে দেয় স্বপ্ন পূরণের আসায় । ফাহিম মতো এমন অনেক প্রবাসী কেও স্বপ্নের কাছাকাছি গিয়ে দুনিয়া থেকে বিদায় নেয় । ডেথ সার্টিফিকেট সাইন করতে গিয়ে সরকারি অফিসারাও আবেগ আপ্লুত হয়ে পড়েন।
ভালো থাকুক
সকল প্রবাসী
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০২২ রাত ৮:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



