জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত পিঠা উৎসব ও লোক সংগীত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৭ জানুয়ারি ২০২৩ সালে অনুষ্ঠিত পিঠা উৎসবে অংশ নিয়েছে সৌদি আরব পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
সন্ধ্যায় সাড়ে ৬ টায় অনুষ্ঠান উদ্বোধন করে মান্যবর কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক স্যার কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে পিঠা উৎসবে অংশ নেওয়া কনস্যুলেট ও দুই স্কুলের স্টলে ঘুরে দেখেন।
কার্যালয় প্রধান আজিজুর রহমান স্যারের পরিচালনায় কমিউনিটি ব্যাক্তিত্ব দিপু ভাইর সহযোগিতায় লোক সংগীত অংশ নেয় স্থানীয় শিল্পীরা ও বাংলাদেশ থেকে আগত একজন শিল্পী।
গত বারের ন্যায় এইবারও আমি অংশ নিয়েছি পিঠা উৎসবে। এইবারে পিঠা উৎসবে ৭ রকমের পিঠা বানিয়ে দিয়েছে আমার সহধর্মিণী। গত এক সাপ্তাহ ধরে পিঠা বানানো নিয়ে টেনশন ছিল। দেশে আমার শাশুড়ী ও চিন্তিত ছিল তার মেয়ে কি পারবে। অবশেষে সে সাকসেস কারণ - মান্যবর কনসাল জেনারেল স্যার প্রথম যে পিঠা খেয়েছে আমার স্ত্রী বানানো, স্যার প্রশংসা করেছেন।
গতকালের পুরো দিনের আমাদের পরিশ্রম সার্থক হয়েছে কারণ আমার পিঠা গুলো স্যার উদ্বোধন করার পর পরেই শেষ হয়ে যায়।
রাত সাড়ে ৮ টায় আর দাঁড়িয়ে থাকতে পারছি না। প্রচন্ড জ্বর এসে যায়। কিছু সময় চেষ্টা করেছি স্টলে থাকার কিন্তু পারিনি। দ্রুত বের হয়ে ওষুধ নিয়ে বাসায় এসে পড়ি।
পরিশেষে আমি আমার সহধর্মিণী কে বিশেষ ধন্যবাদ জানাই। কারণ সে গতকাল প্রচুর পরিশ্রম করেছে। আজ থেকে তার চলে যাওয়ার দিন গণনা শুরু।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৪:১১