স্কুলের ভর্তি পরীক্ষা দিয়ে যেদিন ফিরলাম, মনে হল একটা আনন্দময় জায়গায় যাবার প্রথম ধাপ পেরিয়ে এলাম।
তারপর রেজাল্ট বের হল। রেজাল্ট ভালই হল।
তো প্রথম দিন স্কলে গিয়ে খুবই আনন্দ লাগছিল।
শুরুতেই অনেক ভাল বন্ধু পেলাম।
সবার সাথে একত্রে মজা করা, পড়া তৈরী করার প্রতিযোগীতা,
কে কত বেশী নাম্বার উঠাতে পারে, এর প্রতিযোগীতা, এরকম আরও নানা মজায় দিন কাটত আমার।
তবে এমন মজা আজও পাই।
কতদূর আরও পড়ব, তার ঠিক ঠিকানা নাই, এখনও পড়া তৈরী করার সময় সেই পুরোনো দিনের কথা মনে পড়ে।
আমার সন্তান , তার সন্তান , তার সন্তান এভাবে একটা চেইন চলতে চলতেই থাকবে।
মানুষ তার অনন্যতা কে আরও সমৃদ্ধ করে তুলবে।
দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, দশকের পর দশক, যুগের পর যুগ...........................
অনন্তকাল ...................
আর ..............................
............................................
.................................................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




