এখানে প্রতিনিয়ত দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, রাজাকার, আলবদর, স্বৈরাচার প্রভৃতি নিয়ে উজির নাজির মারা হয়। অনেকের কাছে দেশ প্রেম মানে মুক্তিযুদ্ধ, অনেকের কাছে দেশ প্রেম মানে রাজাকার নিধন, আর কিছু লোকের কাছে দেশ প্রেম মানে অন্তত কোন না েকান দলের পদলেহন।
আমি যদি দেখি রাজনৈতিক দলগুলো তাদের স্বীয়স্বার্থের জন্য দেশের কথা ভুলে দেশের মানুষের কথা ভুলে একবার রাজাকার একবার স্বৈরাচারকে সাথে নিয়ে পথ চলে তাহলে কি এরপরেও আমি সেই দলকে সমর্থন দিয়ে যাব?
আমি কি পারবো না আওয়ামীলীগ বা বিএনপি বাদদিয়ে দেশ প্রেমের কথা বলতে?
দেশ কি তাদের নিজেদের দলের সম্পত্তি?
কিছু দলের অন্ধ অনুসারীদের দেখা যাচ্ছে তারা তার দলের এইভুলগুলোকে জায়েজ করার জন্য উঠে পড়ে লেগেছে আবার তার সমালোচনা করাতে তেলেবেগুনে জ্বলে উঠে অসুস্থ শব্দের সমারোহ ঘটিয়ে গালাগালি শুরু করেছে।
সামান্য সমালোচনাতেই এই অবসথা?
তারা আবার নিজেদের মুক্তমনা দাবী করেন?
এইদুই দলের কারনে দেশে আজ রাজাকার এবং স্বৈরাচার প্রতিষ্ঠা পেয়ে গেছে। কিন্তু এইসব অন্ধঅনুসারীরা সেখানে চোখ বন্ধ রেখেছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



