আওয়ামীলীগ ও খেলাফত মজলিস এই মর্মে অঙ্গীকার বদ্ধ হচ্ছে যে, নিম্নবর্নিত পাচটি বিষয়ে ঐক্যমত্য পোষন করে আসন্ন নবম জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার ভিত্তিতে অংশ নেবে এবং মহান আলস্নাহ তায়ালা বিজয় দান করলে এ বিষয় গুলো বাসত্দবায়ন করবে।
1. পবিত্র কোরান ও শরীয়তবিরোধী কোন আইন প্রণয়ন করা হবে না।
2. কওমী মাদ্রাসা সনদের সরকারী স্বীকৃতি যথায়থভাবে বাসত্দবায়ন করা হবে।
3. নিম্নবর্নিত বিষয়ে আইন প্রণয়ন করা হবেঃ
ক. হযরত মুহম্মদ (সা.) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী
খ. সনদপ্রাপ্ত হাক্কানী আলেমরা ফতোয়ার অধিকার সংরক্ষন করেন। সনদবিহীন কোন ব্যক্তি ফতোয়া দিতে পারবে না।
গ. নবী-রাসুল ও সাহাবায়ে কেরামের সমালোচনা ও কুৎসা রটনা করা দণ্ডনীয় অপরাধ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




