৩নং টারমিনালে প্রথম দেখা হয়েছিলো ওর সাথে। প্রথম বিলেত ভ্রমণের সাথী ছিলো সে। প্লেনে বসে বসে যে ভাবনাগুলো ঘুরপাক খাচ্ছিলো তার সব উত্তর ছিলো ওর কাছে। মধ্য রাতে আমাকে বরণ করে নেয়ার জন্য এমন রূপসী দাড়িয়ে থাকবে সে ছিলো আমার চিন্তার অতীত। কোথায় পাবো ট্যাক্সী, এতো রাতে কোথায়ইবা গিয়ে উঠবো , এসব প্রশ্নের সহজ সমাধান নিয়ে ও' দাড়িয়েছিলো টারমিনালে।
ও দাড়িয়েছিলো আমার জন্য, হাতে ধরা সাদা কাগজে ভুল বানানে লাল কালীতে (পরে ও বলেছিলো, ওটা কালী নয় ওর লাল লিপষ্টিক দিয়ে লিখা ছিলো) আমার নাম লিখা, আমি এগিয়ে গিয়েছিলাম, পরিচয় দিলাম আর ওর কোমল হাতে শুধু আমার হাত নয় পুরো আমাকে সপে দিলাম।
ব্যস্ত বিলেতে ও সবসময় আমার সাথে ছিলো, পাশে ছিলো, ক্ষণিকের জন্য আমাকে একা রাখার ইচ্ছে যেনো ওর ছিলো না। আমি দেশের সব বন্ধু ফেলে এমন সুদূরে এসেও ভাবছিলাম এমন সুহৃদ আর হয়না। দিন কাটছিলো ভালো। দীর্ঘ দিনের মেলামেশায় ও সব জেনে নিয়েছে আমাকে, আমার ভালোলাগা, মন্দ লাগা কিংবা আমার সব সুখ দু:খের গল্প বলা শেষ। সময়ের পরিক্রমায় আমার সব সময়ের সুখ দু:খ, হাসি কান্না ওকে নিয়েই। সকালে ঘুম ভেঙ্গে আমি তার মুখশ্রী আশা করি। এমন অবস্থায় মন চাইছিলো আরো অধিক কিছু, বন্ধুত্বের অধিক কিছু পাবার প্রত্যাশায় আমি তখন ব্যাকুল হলাম। সারারাতের চ্যাটিং এর এক ফাকে জেনেছিলাম ওর জন্মদিন ২৬ এপ্রিল।
নিজের সাথে বোঝাপড়ার পর সিদ্ধান্ত নিলাম না ওকে জানিয়ে দেবো মনের কথা, আর ওর জন্মদিনই হবে সেই উপযুক্ত সময়। অপেক্ষায় রইলাম ওর জন্ম দিনের, আর ''আমি তোমাকে ভালোবাসি''....এই কথার মহড়া দিলাম প্রতি নিয়ত।
২৫ এপ্রিল রাত, কাজ শেষে একটি মধ্যম সাইজের কেক, আগে কিনে রাখা একটি সাদা সোনার আংগুরী, আর অধিক রাতে খোলা থাকা TESCO থেকে এক তোড়া হলুদ ফুল নিয়ে হাজির হলাম ওর বাসায়, ইচ্ছে দিনের প্রথম প্রহরেই জন্মদিনের শুভেচ্ছা জানাবো আর জানাবো আমার মনের কথা, বলবো...আমি তোমাকে ভালোবাসি....
ওর বাসার সামনে যখন গিয়ে দাড়ালাম তখন রাত ১১.৩০, কি করবো? ভাবছি....নাহ্ আরেকটু অপেক্ষা করি....১১.৪৫ উফ্ সময় যেনো পথ চলা থামিয়ে দিয়েছে....১১.৫০ ইস্ আরো ১০ মিনিট....১১.৫৮নাহ্ এবার চাপ দেই doorbell-এ।
সারা নেই...আবারো চাপ দেই...কে যেনো আসছে....আমার নিশ্বাসের শব্দ নিজেই শুনছি...দরজা খোলার শব্দ....আমার সামনে ও দাড়িয়ে....বিছানা থেকে উঠে এসেছে বোধহয়....আমাকে দেখে একটু বিব্রত হলো মনে হয়..ওর শরীর মনে হলো শুধু একটি চাদরে ঢাকা...চাদরটা দু'হাতে চেপে রেখেছে....আমি ঘড়ি দেখলাম১২.০০...আমি ফুলের তোড়াটা এগিয়ে দিলাম...ও হাত বাড়িয়ে নেবার চেষ্টা করলো...কিন্তু অবাধ্য চাদরটা ভয় দেখালো ওকে নিরাবরণ করার...ও আবার চেপে ধরলো চাদর...আমি প্রস্তত হলাম সেই প্রানের কথা বলার....বল্লাম...শুনো.....আমি...
এমন সময় পেছনে এসে খালি গায়ে এক যুবক এসে দাড়ালো...''কি হয়েছে এতো রাতে?''
আমাকে অবাক করে ও জড়িয়ে ধরে পরিচয় করিয়ে দিলো..''আমার বয় ফ্রেন্ড''
আমি জন্মদিনের শুভেচ্ছা, শুধুই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মধ্যরাতের পথিক হলাম....ভিক্টোরিয়া পার্কে এসে চিৎকার করে বল্লাম.....................শুনো.....''আমি তোমাকে ভালোবাসি''

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




