বহু প্রতীক্ষা আর পরিশ্রমের পথ পাড়ি দিয়ে সাহিত্য পত্রিক আনতারা এখন বাজারে। পাঠকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা বিলম্বিত প্রকাশনার জন্য। তবে আশার কথা, বিস্তৃত আয়োজন দেখে নিশ্চয় সবাই আনন্দিত হবেন। প্রায় পোনে তিনশ পৃষ্ঠার আনতারায় মলাটবন্দী হয়েছেন নবীন- প্রবীণ প্রায় ১৪০ জন লেখক। আগামী কয়েক দিনের মধ্যেই একুশে বইমেলায় হতে যাচ্ছে আনতারার পাঠোন্মোচন অনুষ্ঠান।
আনতারার সম্পাদক- কবি আল মুজাহিদী
নির্বাহী সম্পাদক- মহিম মাহফুজ
সহযোগী সম্পাদক- রোকন রাইয়ান
সহকারী সম্পাদক -আব্দুল্লাহ সিদ্দিক, আইমান হাফিজ।
আনতারায় লিখেছেন, দুই বাংলার শ্রেষ্ঠ কবি আল মাহমুদ, সাক্ষাৎকার দিয়েছেন কবি আসাদ চৌধুরী, গবেষণায় প্রখ্যাত নজরুল গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ড, এস এম লুৎফর রহমান, ছড়ানাটক লিখেছেন খ্যাতিমান ছড়াকার জগলুল হায়দার।
সবার সহযোগিতা ও আন্তরিকতা পেলে আনতারা এগিয়ে যাবে সাহিত্যের রাজপথে কল্যান সাহিত্যের পতাকা হাতে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




