আইতের গাড়িত অংপুর গিয়েছইলাম ২ তারিখ
আজ তার ২য় .পর্ব নিয়ে এলাম।
ভিন্ন জগত:
রংপুরের বেশ কটি পিকনিক স্পট আছে তারমধ্যে ভিন্ন জগত অন্যতম। ভিন্ন জগত রংপুরের সবচে বড় পিকনিক স্পট ও পর্যটন কেন্দ্র। গঙ্গাচড়া উপজেলাতে এর অবস্থান।
বিশাল ভিন্ন জগতে গেলে আপনার জগতটাই ভিন্ন হয়ে যাবে। এখানে আছে রোবট জোন, স্পেস জার্নি, জল তরঙ্গ, স প্যারাডাইস, আজব গুহা, নৌকা ভ্রমন, শাপলা চত্বর, বীরশ্রেষ্ঠ এবং ভাষা সৈনিকদের ভাষ্কর্য, ওয়াক ওয়ে, থ্রিডি মুভি, ফ্লাই হেলিকপ্টার, মেরি গো রাউন্ড এবং লেক ড্রাইভ। মাছ ধরার ব্যবস্থাও আছে লেকে, রয়েছে থ্রি স্টার মডেলের 'ড্রিম প্যালেস'।



পার্কে প্রবেশ মূল্য ৩০ টাকা।
আসুন আপনাদের কোন প্রবেশ মূল্য ছাড়াই র্পাকে নিয়ে যাই।






কি ৩০ টাকা বাঁচল না?
এখানে বেশকিছু রাইড আছে। আন্ডা বাচ্চা নিয়ে গেলেতো কথাই নাই। পকেট পুরাই ফাঁকা হয়ে যাবে।রাইডের টিকিট মিলবে প্রতিটি ১০থেকে ৪০ টাকায়। আসুন কিছু রাইডসের ছবি দেখে আসি।

রাইডে উঠার আগে অবশ্যই সতর্কবার্তা দেখে উঠুন।







কি উপর থেকে ভিন্ন জগত একটু ভিন্ন লাগছে না?

কি যাবেন নাকি ভূতের রাজ্যে?







১০ টাকা দিয়ে মাটিতে চলা প্লেনে উঠা কিন্তু মন্দ নয়।




কি সাঁতার কাটতে চান? গুনতে হবে মাত্র ২০ টাকা। পানি কিন্তু ভাল না আগেই বললাম।





আছে নাকি এখানে আপনার নাম?
তবে ভাইয়ারা আপু আর আপুরা ভাইয়ার নাম লিখে গিফট করতে পারেন।

আমার জামাই নিচের লেখা পড়ে একটু পুরানো গার্লফ্রেন্ডের কথা মনে কইরা একটু উদাস হইছিলো। শেষে আমার চোখ মুখ দেখে বলে এই হাবি জাবি কি লিখছে পাস্ট মনে করা ভালো না। চল যাই গা।

আহারে ভুলনা আমায়




ঘুরতে ঘুরতে খিধা লাগলে আবার এইগুলা খেয়ে নিয়েন না যেন, মাটির কিন্তু।




১০ টাকা দিয়ে প্যাডেল বোটে উঠতে ভুলবেনা। সাঁতার না জানলে ১০০ হাত দূরে থাকুন আমার মত

১০ টাকায় ম্যাজিকশো খারাপ না



বিমান ভ্রমণ মাত্র ১০ টাকা। আমার জামাই বলে চল এই বিমানে কইরা আবার হানি মুনে যাই


বিমান ভ্রমণের সাথে আকাশ ভ্রমণ ও মাত্র ১০ টাকা
অনেকতো পোলাপাইনদের মতো রাইডসে উঠলেন। একটু হেঁটে এবার আসুন ঘুরে ফিরে দেখি






















যার কারণে এত সুন্দর একটা জায়গা দেখতে পাড়লেন তার একটা পিক দিয়া দিলাম। শত হোক বেচারা এততা দূরে বাইক চালাইয়া আমাদের নিয়ে গেছে।

পরে আবার বলতে পারেন আমার ছবি দেই নাই কেন? তাই আমার একটা পিক ও দিয়ে দিলাম।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




