খালেদা জিয়ার আল্টিমেটাম ছিল ২ মধ্যে সংলাপের উদ্যোগ না নিলে ৩ দিনের হরতাল ।
তার সেই আল্টিমেটামে কাজ হয়েছে , স্বয়ং প্রধানমন্ত্রী নিজে তাকে ফোন করেছেন, আলোচনায় বসতে দাওয়াত দিয়েছেন, হরতাল প্রত্যাহার করে গনভবনে ডেকেছেন ।
আমার মনে হয়, প্রধানমন্ত্রীর মনে রাজনীতির কি প্যাচ আছে সেটা আমরা সাধারন জনগন জানি না । জানা ও সম্ভব না । তবে এটা বুঝি, খালেদা জিয়া যদি রাজনীতিতে জিততে চান তাহলে তাকে হরতাল প্রত্যাহার করা উচিত ।
হ্যা ,একই কথা আপনার ক্ষেত্রেও , আপানার মনে কি আছে সেটা আমারা জানি না, জানা সম্ভব না । তবে প্রকাশ্যে আপনাকেও প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেয়া উচিত ।
খালেদা জিয়া , আপনি বলবেন, আপনার দলের নেতা কর্মীদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দিয়েছে বর্তমান সরকার, মিছিল সমাবেশ করতে দিচ্ছে না , সামাবেশে আওয়ামী লীগ নেতা কর্মীরা হামলা করছে, আপানার জোটের অন্যতম শরিক জামাতের কর্মীদের গুলি করে মারা হয়েছে গত ৫ বছর ।
হ্যা , আপানার কথা মানলাম । এসব অভিযোগ আপনি আনতে পারেন ।
তবে এই মূহুর্তে দেশের বেশীরভাগ মানুষ একটা কথায় বলবে , কি হয়েছে তার চেয়ে বড়, আপনি হরতাল স্থগিত করেন,
হ্যা, আপনি হরতালের হুমকি দিয়ে রাখেন । বলেন আলোচনা ফলপ্রসু না হলে মঙ্গল, বুধ বৃহস্পতি টানা হরতাল । দেখবেন সাধারন মানুষ কতটা সাপোর্ট করে ।
তা না করে যদি হরতাল বহাল রাখেন, কাল থেকে সবগুলো মিডিয়া সরব হবে আপানর এই বিষয়টার বিরুদ্ধে । দেশের শান্তি প্রিয় মানুষ টিভি ক্যামেরার সামনে দাড়িয়ে আপানার বিরুদ্ধে কথা বলবে ।
ভাল লাগবে আপনার ?
শুধু সাধারন মানুষ নয়, এটা আপনার বিরোধী রাজনৈতিক শক্তি , আওয়ামী লীগের হাতে অস্ত্র তুলে দেয়ার শামিল হবে ।
সর্বপরি আমারা যারা সাধারন মানুষ. যারা শান্তি পছন্দ করি, তারাও বলব , আপিন আপনার দাবি নিয়ে জনগনের সামনে দাড়াতে নৈতিক অবস্থান হারিয়ে
তাই আবারো বলছি, হরতাল প্রত্যাহার করা-ই আপানার দলের জন্য ভাল হবে । সাথে , দেশের মানুষ শান্তি পাবে ।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




