আমি এখন আটকা পড়ছি অন্ধকার এক ঘরে ,
মশা খালি কানের কাছে গুন গুন গুন করে ।
ঢুকছিলাম করতে চুরি,
ঘরে ছিল অন্ধ বুড়ি ,
ভেবেছিলাম এইবার,
চুরি করেই পগার পার ।
হঠাৎ করেই ঘটে গেল অনেকগুলো ব্যাপার
শালার বুড়ির ভাংবো যে নাক কাছে পেলে আবার ।
বুড়া বয়স ঘুমিয়ে তার আরাম করা দরকার
তা না করে অবুঝ বুড়ি করল শুরু চিৎকার ,
অন্ধকারে কাচের গ্লাস দিয়েছিলাম ফেলে,
চিকাৎকারেতে উঠে গেল পাশের ঘরের ছেলে ।
পালিয়ে এখন যেতে হবে মাথায় এল ঘোর ,
চক্ষু বুঝে পিছন দিকে দিলাম আমি দৌড় ।
অন্য একটা খালি রুমে বসলাম দৌড়ে গিয়ে,
পড়লো মনে , এসেছিলাম বামের রাস্তা দিয়ে ।
এইদিকেতে বজ্জাতটার ( ঐযে বুড়ির ছেলে ),
একই রাস্তায় আসতে হল, এমন কপালও মেলে !!
যেই ঘরেতে আমি তার সামনে এসে পরে ,
খোলা পেয়ে দিল ছিটকিনিটা বাইরে থেকে মেরে ।
এখন আমি বসে আছি অন্ধকার সেই ঘরে ,
সকাল বেলায় হয়তো পুলিশ নিয়ে যাবে ধরে ।
আমার জন্য সবাই করবেন একটু দোয়া ,
সহ্য করতে পারি যেন পুলিশের সব ধোয়া ।
একটা সিরিয়াস কবিতা
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১০ সকাল ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




