ঢাকায শহরের বেশীর ভাগ বাসিন্দা দেশের অন্য জেলা থেকে আগত, যারা জীবিকার প্রয়োজনে রাজধানী শহরে এসে ঘাঁটি গাড়ে। কিন্তু তাদের মন পড়ে থাকে সেই খানে, যেখান থেকে তারা এসেছে। এই সব মানুষের কারো বাড়ি কোন প্রত্যন্ত অঞ্চলের গ্রামে আবার কারো বাড়ি আবার একেবারে ঢাকা শহরের কাছের কোন প্রান্তে। ঈদের সময় কাছের বা দূরে যেখানে বাসা হোক না কেন, সবাই ছু্টে যেতে চায় আপন ঠিকানায়।
ঈদে বাসায় যায় কতজন নাগরিক
বর্তমানে Click This Link target='_blank' >ঢাকার জনসংখ্যা ৯, ৬৭২, ৭৬৩ জন প্রায় । এর মধ্যে যদি ৪০ শতাংশ লোক ঢাকা ছেড়ে যায় তাহলে এর পরিমাণ হবে প্রায় ৩৫ লাখ।
তার মানে ঢাকা প্রায় অর্ধেক ফাঁকা হয়ে যায়। ইদের অনেক আগে থেকে ঢাকা থেকে লোকজন নিজ নিজ এলাকার দিকে যেতে শুরু করে। এতে ঢাকার অধিবাসীরা দারুণ আন্দনিত হয়, কারণ ঢাকার শহর এই সময় একেবারে ফাঁকা ফাঁকা লাগে।
তবে ঢাকা থেকে ঈদে বাডী যাওয়া অনেক কষ্ট।
“এত কষ্ট করে যাওয়া বলে আত্মীয় স্বজনের সঙ্গে করা ঈদের আনন্দ অপরিসীম।“