অবশেষে কেটে ফেলা হয়েছে রাজধানীর উত্তরা-শাহবাগ রুটের সব কটি প্রধান সড়কের ঝুলন্ত তার। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) গতকাল শনিবার ও গত শুক্রবার দুই দিনে দৃষ্টিকটু ও বিপজ্জনকভাবে ঝুলন্ত ইন্টারনেট ও ডিশ লাইনের এসব তার কেটেছে।
এদিকে তার কেটে ফেলায় ইতিমধ্যে সংশ্লিষ্ট এলাকার প্রায় পাঁচ হাজার গ্রাহকের ইন্টারনেট বা ডিশ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
গতকাল শনিবার ডিপিডিসির তার কাটা দল ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেট থেকে শুরু করে প্রতি দুই কিলোমিটার পর পর বৈদ্যুতিক খুঁটির ওপর ঝুলন্ত তার কেটেছে। এর আগে গত শুক্রবার ডিপিডিসি একই রাস্তার অন্য পাশের (প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে) তার দুই কিলোমিটার পর পর কেটে দিয়েছিল। ডেসকো গত শুক্রবার মহাখালীতে তার কাটা কার্যক্রম শুরু করে। পরে তারা গুলশান-১, বনানী-কাকলী, কুড়িল বিশ্বরোড, খিলক্ষেত ওভারব্রিজের পূর্ব পাশ, এয়ারপোর্টের সামনের স্থান এবং উত্তরা জসীমউদ্দীন রোডের পূর্ব প্রান্তে ঝুলন্ত তারের সংযোগস্থল কেটে তারের গোছা মাটিতে নামিয়ে দিয়েছে। উল্লেখ্য, উত্তরা-শাহবাগ রুটের প্রধান সড়কগুলোর সব ধরনের ঝুলন্ত তার সরিয়ে ভূগর্ভস্থ বিতরণ লাইনে স্থাপনের শেষ সময় ছিল গত ৩০ নভেম্বর।
সেবায় বিঘ্ন হওয়ার ব্যাপারে আইএসপিএবির সভাপতি আখতারুজ্জামান মঞ্জু প্রথম আলোকে বলেন, ‘তার কাটা শুরু হওয়ার পরে বিভিন্ন স্থানের প্রায় পাঁচ হাজার গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে খবর পেয়েছি।’ রবি-সোমবারে অফিস-আদালত শুরু হলে এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তিনি। মঞ্জু বলেন, মূলত ভূগর্ভস্থ বিতরণ লাইনে সংযোগ নামায়নি এমন অনিবন্ধিত সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর গ্রাহকেরাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। কিন্তু অসাবধানতাবশত কিছু লিংকও কাটা পড়ে গেছে বলে জানান তিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




