কেনই বা আমি হাসব না?
কষ্টের শকুন শকুনিরা যখন
আমার ভেতরকার আমাকে
টুকরে টুকরে খাচ্ছিল,
কষ্টের প্লাবনে যখন আমি ভেসে যাচ্ছিলাম,
জীবনের হিসাবে অজ্ঞাতে যখন
ভুল করতেছিলাম; তখন
আমার অসময় দেখে
যে মনানন্দে হাত তালি দিয়েছিল,
উপহাসের পাত্র বানিয়েছিল আমাকে,
তার অসময় দেখে
আমি হাসব না কেন?
স্বার্থপরতাকে আবার নতুন করে
সংজ্ঞায়িত করতে চাই।
সবকিছু হারিয়ে জীবনে ফতুর হয়েছি,
হারানোর ভয় নেই এখন।
তার অসময় দেখে
তবু আমি হাসব
যাক জীবনে আরও কিছু যাক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


