OOOOO
মা গান গাইছে-"যদি কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লিখো নাম পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লিখো নাম.....সে নাম রয়ে যাবে।"
মেয়ে: বাবা, এই গানের মানে কী?
বাবা: এই গানের যে গায়ক, সে কাগজে নাম না লিখে হৃদয়ে নাম লিখতে বলছিলো।
মেয়ে: কাগজে নাম না লিখে হৃদয়ে নাম লিখতে বলেছিলো কেন?
বাবা: তখন দেশে নিউজপ্রিন্টের দাম অনেক বেড়ে গিয়েছিলো।
OOOOO
মেয়ে: বাবা, তোমার চুল সাদা কেন?
বাবা: ছেলেমেয়েরা দুষ্টু হলে বাবা-মায়ের চুল সাদা হয়ে যায়৷
মেয়ে: ও বুঝেছি, তাই তো দাদীর মাথার সব চুল সাদা
OOOOO
ছেলেঃ মা, একটা লোক খুব চেঁচাচ্ছে। কয়টা টাকা দাও না লোকটাকে দিয়ে আসি।
মাঃ লোকটা চেঁচিয়ে কী বলছে?
ছেলেঃ লোকটা চেঁচিয়ে বলছে, “আইসক্রীম, আইসক্রীম।”
OOOOO
ছেলেঃ বাবা, তুমি বাগানে আজ পানি দিচ্ছো না কেন?
বাবাঃ দেখছো না বৃষ্টি হচ্ছে।
ছেলেঃ ছাতা মাথায় দিয়ে পানি দিচ্ছো না কেন?
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২৩ রাত ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




