অনেক আগের একটি মজার ঘটনা । চট্টগ্রাম নেভি কলোনীতে থাকতে; সেটা আবার আমাদের বন্ধু শুভকে নিয়ে । মঞ্জুর ভাষায় শুভর পূরবপুরুষরা নাকি আফ্রিকার বংশধর ছিল ! সে যাই হোক । ঘটনাটা বলি, আপ্নারা শুনুন; মানে ঘটনাটা লিখি, আপ্নারা পড়ুন ।
কাহিনিটা 'আম্মাজান' ছবির আমলের । মান্নার অভিনয়ে ছবিটা তখন পুরা হিট আর সেই সাথে গানটাও কিম্বা গানের জন্য ছবিটা পুরা হিট আর সেই সাথে মান্নাও! গানটি ছিল অনেকটা এইরকম -
'' আম্মাজান আম্মাজান, চোখের মনি আম্মাজান,
বুকের খনি আম্মাজান, আম্মাজান............
আম্মাজনের আচল তলে বেহেসতেরি ছায়া রে বেহেসতেরি ছায়া
বুকে আছে দয়ার সাগর, মনে বড়ই মায়া..........
পাক পবিত্র মাটি দিয়া গড়া দেহ খান, আম্মাজান...
জন্ম দিসেন আমায়, আপনার দুগ্ধ করছি পান, আম্মাজান............"
তো চান্স পেলেই শুভ গানটা গাইতো । একদিন গান গাইতে গাইতে সিড়ি দিয়ে উপরে উঠছে...... এমন সময় দোতলার দরজা খুলে এক আন্টি বের হয়েই দেখেন যে একটা দামড়া ধরনের ছেলে তার দিকে তাকিয়ে বলছে- ''......আপনার দুগ্ধ করছি পান......''
শুনেই উনি বেজায় রেগে
আর এই দিকে বেচারা শুভ; প্রথমে কিছহু না বুঝলেও পরে ঘটনাটা বুঝতে পারলো !!
আমরা অবশ্য মজাই পেলাম । মঞ্জু তো চান্স পাইলেই খোচাইতো - কি রে তোর আম্মাজান এর খবর কী !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




