আজ যা বলেছ কাল তা ফিরিয়ে নেবে
কাল অমাবশ্যার অাঁধারে প্রণয় পাতাবে যুগল চন্দ্রিমা
তোমার দুচোখে আলোর বিবর্ণ স্বাদ
জলেরও অধিক ঘনত্ব বাড়াবে মুখোমুখি - চোখোচোখি...
ভুলে যাবে তুমি পোড়া মুখে বলেছিলে একান্ত আশঙ্কা।
আমি নুয়ে পড়া বিচালির একটু বেশী সরস -সবুজ
উদ্ধত তোমার কানের নিকটে অভয়ের কবিতা শোনাব।
যদি চাও আমার আগল খুলে বেরিয়ে পড়তে পারো-
অমাবশ্যায় চন্দ্রাবতার নির্মুখী হলে আমার কীবা করার আছে
যোজনে যোজন দুরত্বযতটুকু ততটুকুই রয়ে যাবে
আমাদের খেলায়-অসীম সত্যের সহজ পালঙ্কে....
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০০৭ রাত ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



