পোশাক খাতের শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণে খসড়া প্রস্তাব গ্রহণের সময় এক দিন বাড়িয়েছে মজুরি বোর্ড। কাল মঙ্গলবার মজুরি-কাঠামো নির্ধারণে খসড়া প্রস্তাব নেওয়া হবে। আজ সোমবার দুপুরে অনুষ্ঠিত মজুরি বোর্ডের বৈঠকে এ কথা জানানো হয়।
মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা জজ ইকতেদার আহমেদ বৈঠক মুলতবির পর সাংবাদিকদের বলেন, ‘কাল আমরা মজুরি-কাঠামোর খসড়া প্রস্তাব গ্রহণ করব।’ তিনি আশা প্রকাশ করেন, সমঝোতা করেই তাঁরা নতুন মজুরি কাঠামোর খসড়া তৈরি করতে পারবেন।
উল্লেখ্য, মজুরি বোর্ড খসড়া প্রস্তাব গ্রহণ করে তা গেজেট হিসেবে প্রকাশ করবে। একই সঙ্গে তা সরকারের কাছেও পাঠানো হবে। এ পর্যায়ে ১৪ দিন সময় দেওয়া হবে এই খসড়া গেজেটের ওপর মালিক বা শ্রমিকদের পক্ষে সংক্ষুব্ধতা প্রকাশের। তারপর উভয় পক্ষের সংক্ষুব্ধতা বিবেচনা করে মজুরি বোর্ড চূড়ান্ত খসড়া সরকারের কাছে পাঠাবে আনুষ্ঠানিক কাঠামো গেজেটে প্রকাশের জন্য।
সূত্র জানায়, আজ দুই দফা পিছিয়ে মজুরি বোর্ডের বৈঠক তিনটায় শুরু হয়। মজুরি বোর্ডের সদস্য হাবিবুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় বৈঠকে যোগ দিতে পারেননি। মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি শফিউল ইসলাম দেরিতে বৈঠকে উপস্থিত হন। এর আগেই অবশ্য মালিকপক্ষের দেরির কারণে বোর্ডের বৈঠক মুলতবি করা হয় কাল বেলা দুইটা পর্যন্ত। মুলতবির পর মালিকপক্ষের প্রতিনিধি বৈঠকে পৌঁছান।
তবে যোগাযোগ করা হলে শফিউল ইসলাম কাল খসড়া মজুরি-কাঠামো নির্ধারণের বিষয়ে আশা প্রকাশ করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




