আজকাল লিখতে বসে প্রায়ই আনমনা হয়ে যাই। একটা চিন্তা আমাকে অহরহ কুরে কুরে খায়। আমাকে ক্ষত-বিক্ষত করে আর একটু একটু করে আমাকে নিঃশেষ করে দুমড়ে-মুচড়ে দলা পাকিয়ে দেয়।আমাকে ভাবতে বাধ্য করে ... ভাবতে ভাবতে আমি অসীম এক অন্ধকারে তলিয়ে যাই।
তারপর ও আমি কেবল ভাবতেই থাকি। অন্তহীন সে ভাবনা। কি সেই ভাবনা যা আমাকে এতো দুঃসহ যন্ত্রণা দিচ্ছে...ভাবনা গুলো কি লিখব কাগজের বুকভরে ? কি লিখব... নিজের সুখ-দুঃখ নাকি স্বপ্নের কথা নাকি চারপাশে যা দেখছি প্রতিদিন...। একটু একটু করে প্রাচীন হয়ে যাওয়া এই পৃথিবীর পথে পথে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত এক পথিক... আকাশের ধ্রুবতারার মত নীলস্বপ্ন বুকে নিয়ে খুজে ফিরেছি সবুজ শ্যামল এক অরণ্য। কিন্তু হায় আমার স্বপ্নগুলো বেদনার বিশাল বালুচরে ভেংঙ্গে খাঁন খাঁন হয়েছে। কিন্তু মেলেনি সেই শ্যামল অরণ্য। অধরাই রয়ে গেছে। ঘাসফড়িং মত একটুখানি বাঁচার, একটুখানি স্বপ্ন দেখার অধিকারও নেই এই কংক্রীটের জঞ্জালে।
কি নিদারুন অসহায়তা। কি করুণ এই বেচেঁ থাকা। প্রাচীন এই পৃথিবীর মত আমাদের স্বপ্নগুলোও কি আজ প্রাচীন হয়ে গেছে ? পুরোনো ক্ষয়েপড়া দালানের মতো ভগ্নস্তূপ প্রায় আমার স্বপ্নগুলো তাই আজ দিশেহারা। যে বুকভরা স্বপ্ন নিয়ে পৃথিবীর বন্ধুর পথে যাত্রা শুরু করেছিলাম তা যে এমন করুন পরিনতি লাভ করবে কে ভেবেছিলো ? কেন এমন হলো ? তাই আজ বিশ্লেষণ করতে চাই......এই যখন ভাবনা ঠিক তখনি ভেতর থেকে কি যেনো একটা মাথা-চাঁড়া দিয়ে উঠলো....
(চলবে...)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




