সোনালী রোদ্দুরে পড়ন্ত ছায়া
কাকডাকা ভোরে ফেলে আসা জীবনের মায়া
না-বলা কিছু চাপা অভিমান
ভুলের মালায় ভ্রান্ত প্রেমিকের ছোঁয়া
এ আমার কিছু অনুযোগ - তোমাকে যা হয়ে উঠেনি বলা ।
মধ্যরাতে পূর্নিমার চাঁদ
খোলা আকাশে তারাদের মেলা
বুকেতে লুকিয়ে আছে কিছু কথা
ছোপ ছোপ জমাট-বাঁধা ব্যাথা
এ আমার কিছু মৌন অভিযোগ - তোমাকে যা হয়ে উঠেনি শোনানো ।
পড়ন্ত বিকেলে ডুবন্ত সূর্য
স্বর্নালী সন্ধ্যায় পালিয়ে আসা একাকী আমি
ফুরফুরে বাতাসে মদিরা পরশ
নীল চিঠিগুলোতে প্রেমিকের আদর, আবেশ মাখা
এ আমার কিছু চাপা কান্না - তোমার হৃদয়কে যা ক্ষারিত করেনি ।
ভোরের কুয়াশায় শিশির ভেজা ঘাসে হাঁটা
তন্ময় হয়ে তোমার অস্পষ্ট মুখ,ভাসা ভাসা
মুখ ফুটে ভালবাসার কথা বলতে না পারা
পরাজিত প্রেমিকা হয়ে কেবলই নিজেকে গুটিয়ে রাখা
এ আমার চরম ব্যর্থতা - তোমার হৃদয় যা জানবে না কখনো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




