আমার জীবনের প্রথম বন্ধু কে তা এখন ঠিক মনে করতে পারছিনা। তবে প্রাইমারী স্কুলে পড়ার সময় ছিল আতাউর, শিউলী, সুলতানা, মামুন.... হাইস্কুলে মাসুম, সুমন, নুরজাহান........., কলেজে আমিনুল, রউফ, মোজাহার, মশিউর, নাজিম, লাবণী, নূরুল, রুহুল-১, রলি, রিমু, বেবী, এলিজা, হেনা, রাজিয়া, হীরা.................. অনার্সে রুহুল, আঞ্জুমান, হাসু, সুখী, রাজু, জেসমিন, লাকী..... মাস্টার্সে তমা, জ্যোতি...... চাকুরীকালীন সময়ে মাসুদ, রেজাউল, কাজল, লাবনী, সাথী, সেতারা, আমিনা, মেহেদী, ওয়াদুদ, বাশার, টপি, কনা, রুমা, নাসরিন........সহ যাদের নাম লিখতে পারলাম না তাদেরকে বন্ধু হিসেবে এই বন্ধুর পৃথিবীতে পেয়েছি। আমার সকল বন্ধুদের জানাচ্ছি বন্ধু দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তোরা/তোমরা কেমন আছিস/ আছো????? সবাইকে খুব মিস করি।
এবার আর কয়েক জনের নাম স্পেশালভাবে নিচ্ছি যাদের শুধু বন্ধু বললে অনেক কম বলা হয়ে যায়.... তারা আমার অনেক কিছু সেই কয়েকজন হলো...... আমার প্রিয়তমা স্ত্রী(!) নাকি বন্ধু সান্ত্বনা, প্রিয়তম মানুষ কিবরিয়া, প্রিয়তম ফুফু তানজিলা, প্রিয়তম বড়বোন রেহেনা, প্রিয়তম পিচ্চি বোন রিমু..............।
ফেসবুক, ব্লগার বন্ধুদের নাম ............................।
জানি তারপরেও অনেকের নাম বাদ পড়ে গেল। যাদের নাম বাদ পড়ল তারা মন খারাপ করলে আমার খুব খারাপ লাগবে।
সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




