খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে যে কার্যকলাপগুলো ঘটছে সেগুলো থেকে আমরা কি বুঝতে পারছি? সরকার আর বিরোধীদল তাদের নিজ নিজ অবস্থানে অনড় থেকে জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলে দিয়েছে। আমার ধারণা, সরকার একটা কৌশল অবলম্বন করে বিএনপিকে জনগণের কাছে অজনপ্রিয় করতে চেয়েছে। আর বিএনপি তাদের কৌশলের ফাঁদে পা দিয়ে কী বোকামীটাই না করেছে!!!!!!
আসলে কোন দলই জনগণের কথা কখনো ভাবেনা। তা না হলে সরকার এ মূহুর্তে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিতো না। আর বিএনপির সামান্য দায়বদ্ধতা থাকলে এ সময়ে হরতালের মতো কর্মসূচী দিতে পারত না। তারা কি জানে তাদের রাজনৈতিক প্রতিহিংসার ফলে কত মানুষ তার স্বজনদের সাথে ঈদ করতে পারবে না?????????
আমাদের বাড়ির কাজের লোকের ছেলে ঢাকায় কাজ করে। তার গতকাল রাতে বাসে ওঠার কথা ছিল। বেচারা সারারাত টিভির খবর দেখেছে। কিন্তু কোন ভাল খবর পায় নি। ছেলের সাথে যোগাযোগ্ও করতে পারে নি। একটু আগে সে আমার ফোন থেকে তার সাথে কথা বলে জানতে পারল যে, সে ঈদের আগে আসতে পারছে না। ঈদের ২-৩ দিন পরে আসতে চেষ্টা করবে।
এই জনগণের ভোটেই তো তারা সরকার বা বিরোধীদলে বসে। তবু কেন তাদের এভাবে অপদস্ত করা হয়????
সরকার বা বিরোধীদল এ বিষয়ে কি একটু ভাববে??? জানি ভাববে না। এটা অরণ্যেরোদন ছাড়া আর কি?????
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১০ সকাল ৭:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




