বাংলার মাটিতে পেয়েছি যত ধন
জহরত, মণিমুক্তা, আত্মার বাঁধন।
মোদের মনে আছে মমতারই বান
প্রীতি-ভালবাসায় উজার করি প্রাণ।
বাংলার মুক্ত হাওয়া, মুক্ত এ মন
বিশালতায় ভরবে মোদের সম্মান।
বিচরণ করি যখন এ বঙ্গদেশে
ভরে যায় পিঞ্জর তার স্নিগ্ধ আবেশে।
বাংলা মাটির মাঝে আছে স্নিগ্ধ ছায়া
সর্বত্র বিলিয়েছে তারই মোহ মায়া।
উদারতার ঠায় মিলেছে তব মনে
ভালবাসার বিস্তার করে সর্বক্ষণে।
মোদের বাংলাদেশ মহিমায় ঘেরা
বিশ্ব মাঝে বঙ্গ তাই সর্বক্ষণে সেরা।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




