মানুষ এমন এক জীব যার সৃজনশীলতা এবং সৃষ্টিশীলতা নিয়ে অনুমান করা কখনই সম্ভব নয়। দিনকে দিন মানুষের এই ধর্ম উন্নত থেকে উন্নততর হচ্ছে।
ফেলে দেওয়া জিনিশ কে কিভাবে কাজে লাগান যায় তা নিয়ে মানুষের চিন্তা ধারা সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে।
এই ব্লগে তাদের সৃষ্টিশীলতার কিছু ছবি দেওয়া আছে। আর সুশীল (চুলকানি) সমাজের লকদের প্রবেশ না করার জন্য ধন্যবাদ।
জন্ম নিরোধক দিয়ে তৈরি কিছু জিনিসের ছবি শেয়ার করলাম, কেমন লাগলো জানালে আরেক পর্ব লিখব আশা করছি।
ভাল করে খেয়াল করে দেখুন তো মহিলার পরিধেয় বস্ত্র টি কি দিয়ে তৈরি বুঝা যায় কিনা?????
এইটাও একটু দেখেন
তাদের মননশীলতা মুগ্ধ করার মত, তাই নয়কি?
একটু কাছে থেকে ভাল করে দেখুন................।
এই ধরনের বস্ত্র পরিহিত হাসিমুখের কিছু মডেলের ছবি দিলাম।
ভাববেন না যে শুধু মেয়েদের পোশাকই শুধু তৈরি হয়, ছেলেদের ও কিছু ছবি দিলাম।
এমনকি বিয়ের পোশাকও তৈরি হচ্ছে তা দিয়ে
কেমন লাগলো?????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


