হৃৎপিণ্ড - ০৩
-----------------------
এ বাহু যার
অতৃপ্ত শকুনের গাঢ় জ্বালা মেটাবার,
কোষগুলিকে বাঁচিয়ে একটি মুহূর্ত হাসবার,
তার নির্লিপ্ততা আর কতকাল!
জীবিকার সওদা হয়ে মূল্য গুনবে।
মাছের কাঁটার দিকে চেয়ে বিড়াল মন,
সহসা হৃৎপিণ্ড চুপসে যায় বাতাসার মত।
কাকের ডাকে ঘুম ভাঙ্গা দেহ
দিন-রাত্রির সঙ্গমে জ্বালানী হারায়,
শ্রম আর মালিকের অবৈধ চুমুতে
মাগনা ঘাম ঝরে,
যে দেহটি হাতুড়ি- কাস্তের খেলা খেলে,
তার একপ্রান্ত অনাবৃত চিরকাল,
সুখের সাথে সঙ্গম হলনা আর,
শ্রম ও মালিকের গ্রহণ আর কতকাল!
কষ্টগুলি ঘামের মুক্ত হয়ে ঝরে,
অমূল্য দেহগুলি দিন শেষে
মলিন অর্জনের বালিসে মাথা গুঁজে,
স্বপ্নে দমবন্ধ হয় -
উত্তেজিত হৃৎপিণ্ডের গর্জন বার্তা পাঠায়,
বাঁচতে হবে আরও একটি পাশবিক দিন!
খুলনা
৩০/১০/২০০৬
বি.দ্র : বানান ভুলে ক্ষমা প্রার্থী
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




