ময়ূর ও ময়ূরী - ০৩
------------------------------------
কেমন ছলেবলে, কি যে অবুঝ চপল চাওয়া
ঘাস ফুলের বায়না।
ঐ কপোলে চাঁদের টিপ
ঝুরা এলো কুন্তল, কি যে তোমার চাহনী
সব ফেলে ছুটে আয় না।
অবুঝ তোমার মকমল মন
শুকনো অভিমান কাঁদছো সারাক্ষন,
অপরাধ ভুলে যেও
অভিমান তুলে নিও
সময়টা চুরি করে নাও কিছু শান্তনা।
ফিরে পাখি তার নীড়ে
কোন এক অবসরে
থামাতে সেই কান্না করছে নিমন্ত্রণ,
বুঝলে না রে ভুবন ভোলা অমন বিসর্জন।
খুলছো না যে দ্বার
গোমড়া মুখে ভার
ভুললে কি গো চলবে সে তোমার আভরন,
তোমার মেঘ-বৃষ্টি মাঝে রৌদ্র সারাক্ষন।
হাসবে আবার তারই ছোয়ায়
ভাসবে সুখের মস্ত ভেলায়
তারই সাথে হেঁটে হেঁটে চিনবে অচিন পুর
হৃদয় মাঝে ঝিলিক দিবে হর্ষ মাখা ভোর।
আজকে যারে রুদ্ধ দ্বারে
বাইরে দিলে রেখে,
কালকে আবার করবে খেলা
সব ভুলে তার সাথে।
গুপ্ত তোমার ছলাকলা
ফড়িং ফড়িং মন,
দিবস বেলায় আঁধার দেখায়
রাতে চপল ক্ষন।
আলোর মাঝে যেমন তেমন
আঁধার মাঝে রুপ,
প্রভাতের ঐ মিষ্টি হাসি
সাঁজের বেলায় ধুপ।।
[sbঅমর একুশে হল, খুলনা
জুলকার নাঈন
১৩/১১/২০০৬ ইং
বি.দ্র: বানান ভুলে ক্ষমা প্রার্থী।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




